শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলো জঙ্গলী হাতি


বলরাম হালদার ,পুরুলিয়া:-রাতের অন্ধকারে বাড়ির উঠোনে এক ব্যক্তিকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলো জঙ্গলী হাতি। ঘটনাস্থলেই মৃত্যু বলরামপুর বেড়শা গ্রামের বাসিন্দার। মৃতের নাম অনিল বেসরা। বয়স ৫৩ বছর। জানা গেছে দীর্ঘ দিন ধরেই একটি বুনো হাতি এলাকায় ঘোরাঘুরি করছে। স্থানীয় মানুষজন হাতিটির দেহের আকার আয়তনের জন্য নাম দিয়েছে ( বাঁড়ি)। রবিবার সন্ধ্যাতে বেড়শা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা অনিল বেসরা নিজের বাড়ির উঠোনে ধান ঝাড়াই করে তা ঢাকা দিয়ে রাখছিলেন। সেসময় তার অজান্তেই পেছন থেকে হামলা করে হাতিটি। তার কোমরে শুঁড় পেচিয়ে ধরে মাটিতে আছাড় মারে। তারপর কোমরের কাছে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় অনিল বেশরা। এরপরেই স্থানীয় মানুষজন বলরামপুর বনবিভাগে খবর দিলে রেঞ্জ অফিসার, বিট অফিসার সহ বনকর্মীরা ছুটে আসেন।বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাঁসপাতালে আসে। আজ মৃত অনিল বেশরার দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। রাত্রিতেই পুরুলিয়া বনবিভাগের এডিএফও আসেন ঘটনাস্থলে । এদিন রাত্রিতেই হুলা পার্টি হাতিটিকে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রাত্রে হাতিটি বাঁধডি এলাকায় ঘোরাঘুরি করছিল বলে স্থানীয় মানুষজন জানিয়েছেন। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights