পুরুলিয়াঃ ভারতীয় স্থল বাহিনীর প্রাক্তন সেনা কর্মী প্রয়াত হলেন ঘটনায় শোকের ছায়া এলাকায় । বান্দোয়ান থানার অন্তর্গত রোলাডি গ্রামের বুদ্ধদেব মাহাতো নামের প্রাক্তন সেনা কর্মী বার্ধক্যজনিত কারণে বুধবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । প্রসঙ্গত উল্লেখ্য 1962 সালের ভারত-চীন যুদ্ধের সমসাময়িক তিনি ভারত চীন বর্ডারে কর্মরত ছিলেন ,পরবর্তীকালে তিনি 1978 সালে অবসর গ্রহণের পর দীর্ঘদিন পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম এর সিকিউরিটির দায়িত্ব পালন করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 79 বছর ।