পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় ও বলরামপুর পুলিশ প্রশাসনের পরিচালনায় আয়োজিত হল সেচ্ছাই রক্ত দান শিবির


বলরাম হালদার এর রিপোর্টঃ পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় ও বলরামপুর পুলিশ প্রশাসনের পরিচালনায় আয়োজিত হল সেচ্ছাই রক্ত দান শিবির। শনিবার বলরামপুর থানার উদ্যোগে এই বিশেষ কর্মসূচিটি একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হয়। জানা গেছে বলরামপুর থানায় কর্তব্যরত পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার্স এমনকি বলরামপুর এলাকার বেশ কিছু যুবক-যুবতী সহ ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করে ওই শিবিরে। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি রক্তদাতাদের হাতে সংশাপত্র তুলে দেন বলরামপুর সার্কলের সি আই পার্থ কুমার সিংহ,বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা,বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল। এবিষয়ে বলরামপুর থানার সি আই পার্থ কুমার সিংহ বলেন ইতিমধ্যেই আঁছড়ে পড়েছে কোরোনার তৃতীয় ঢেউ । আর এই সময়ে দেখা দিয়েছে রক্তের সংকট।তাই আজ জেলা পুলিশের তৎপরতায় বলরামপুর থানার উদ্যোগে আয়োজিত করা হয়েছে এই রক্ত দান শিবির।এছাড়া তিনি আরো জানান মানুষের সার্থে এইরকম ভাবে আবারো শিবিরের আয়োজন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights