অরবিন্দ মাহাতো, পুরুলিয়া:- গণতান্ত্রিক ভারতবর্ষে ভোটের গুরুত্ব ও এক জন ভোটারের নির্বাচনে অংশগ্রহণ দেশের সার্বিক উন্নয়নের সোপান ও পরিকাঠামো গড়তে কতটা গুরুত্ব রাখে সে বিষয়ে নতুন ভোটারদের অবগত করতে বিশেষ পদক্ষেপ পুঞ্চা ব্লক প্রশাসনের। মঙ্গলবার ব্লক প্রাঙ্গণে ন্যাশনাল ভোটার ডে উদযাপনের পাশাপাশি নতুন ভোটারদের ও কন্যাশ্রী মেয়েদের নিয়ে এবিষয়ে একটি আলোচনা চক্র সম্পন্ন হল। শুধুমাত্র নির্বাচন ক্ষেত্রে নয় গণতান্ত্রিক পরিকাঠামোতে নতুন ভোটারদের অবদান, মতদান ও সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রকে যে শক্তিশালী করে তা অকপটে তাদের কাছে তুলে ধরেন পুঞ্চা ব্লকের ও সি ইলেকশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনুপ পোদ্দার। পরবর্তী সময়ে কন্যাশ্রী মেয়েরা এই শিক্ষনীয় বিষয়গুলি এলাকায় এলাকায় ছড়িয়ে দিবেক বলে আশা করছেন আধিকারিকেরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্য সহ ব্লক প্রশাসনের অন্যান্য কর্মীরা। এক কথায় নতুন প্রজন্মের ভোটারদের ভোটমুখি করতে ও গণতান্ত্রিক এই রাষ্ট্রে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে ন্যাশনাল ভোটার ডে এর অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি তরুণ প্রজন্মের ভোটাররাও।