[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/mux_6bSYcSc” align=”center”][vc_column_text]মালদা : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা। ছুটে আসতে হল পুলিশকে। পুরাতন মালদা থানার সাহাপুর ডিসকো মোড় এলাকার ঘটনা। জানা জায় গত শনিবার পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা সুরজিৎ পাল কে সংশ্লিষ্ট এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। এরপর এদিন হঠাৎ নার্সিংহোম কর্তৃপক্ষ জানাই তাদের পরিবারের সদস্য মারা গেছে। এরপরই পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরাও। পরে প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কিছু বলতে চাইনি। পাশাপাশি এই ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এদিকে এই ঘটনায় সোচ্চার হয়েছে পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার কমল ঘোষ চিকিৎসার নামে ব্যবসা বন্ধের দাবি তুলেন। কিভাবে একজন তরতাজা যুবককে চিকিৎসা না দিয়ে মেরে ফেলল এই নার্সিংহোম সেই অভিযোগ তুলে সোচ্চার হোন তিনি।[/vc_column_text][/vc_column][/vc_row]