ইন্দ্রজিৎ আইচঃ আগামী নতুন বছরে ২০২৩ এর ৬ ই জানুয়ারি সৌম্য এবং সুপ্রিয় এই দুই পরিচালকের যৌথ পরিচালনায় মুক্তি পাবে অ্যাডভেঞ্চার ধর্মী সিনেমা ” রহস্যময় “। আজ রাজারহাট নিউটাউনের কাছে ওয়ান শিপ হোটেলে হয়ে গেলো এই ছবির গান এবং ট্রেলার লঞ্চ। আজ এখানে এক সাংবাদিক সন্মেলনে দুই পরিচালক সৌম্য ও সুপ্রিয় জানালেন ছবির গল্পের কিছু অংশ। চার বন্ধু যারা সল্টলেকের আই টি-তে কাজ করে। তারা একসাথে একটা অ্যাপার্টমেন্টে থাকে। হঠাৎ একদিন কোনো এক অজানা কারণে তাদের মধ্যে এক জন খুন হয়। সেই খুনের তদন্ত ভার পরে ডি এস পি পদমর্যাদা এক অফিসারের ওপর। শুরু হয় খুনের তদন্ত। এই নিয়েই ছবি “রহস্যময়”। পুলিশ এর ভূমিকায় অভিন়য় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এশা ( অমৃতা চট্টোপাধ্যায়), স্বাগতা ঘোষ ( কিনকিনি),এছাড়া অভিনয় করেছেন সায়নী ঘোষ, অর্ঘ্য, অনিন্দ্য, দেবরাজ সহ আরো অনেকে। মিউজিক করেছেন নবারুণ। “বারি ফেরা হবে না” এই গানটি গেয়েছেন সোমলতা । ছবিটি প্রযোজনা করেছেন ছালিয়া শ্রীবাস্তব। আজ সাংবাদিক সন্মেলনে ছবির সব কলাকুশলিরা উপস্থিত ছিলেন।
Indrajit Aich: In the upcoming new year, on January 6, 2023, the adventure film “Mysterious” will be released under the joint direction of soumya and supriyo directors. Today, the song and trailer of the film was launched at one ship hotel near Rajarhat New Town. At a press conference here today, two directors Soumya and Supriyo told some parts of the story of the film. Four friends who work at IT in Salt Lake. They live in an apartment together. Suddenly one day one of them was killed for some unknown reason. The investigation of the murder was later handed over to an officer of the rank of DSP. The murder investigation began. The picture is “mysterious”. Shashwat Chatterjee plays the role of a cop. Esha (Amrita Chatterjee), Swagata Ghosh (Kinkini), Sayani Ghosh, Arghya, Anindya, Debraj and many others have acted. The music was composed by Nabarun. The song “Bari will not return” has been sung by Somlata. The film is produced by Chalia Srivastava. All the cast and crew of the film were present at the press conference today.