চাতরা অঞ্চলে রামনবমী পদযাত্রা


ইন্দ্রজিৎ আইচঃ বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা : রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে পদযাত্রার আয়োজন করেছিল উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। নিউটন বিশ্বাসের উদ্যোগে এদিন চাতরা বাজার থেকে পদযাত্রা শুরু হয় ঘোষপুর যমুনা সংঘ ক্লাবের মাঠ পর্যন্ত এলাকার মানুষের আনন্দঘন উপস্থিতিতে পদযাত্রাটি হয়। মিছিল যখন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তখন রাস্তার ধারে মানুষের উন্মাদনা চোখে পড়েছে। একদিকে মাইকের গান চলছে, সঙ্গে রাম ভক্তদের নাচ। মাঝে মাঝেই শোনা যাচ্ছে ভক্তদের মধ্যে থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। নিউটন বিশ্বাস ছাড়াও এদিন মিছিলে অংশগ্রহণ করেছিলেন রাজু হালদার, বিশ্বজিৎ মন্ডল, দেবাঞ্জন চক্রবর্তী, নিমাই মন্ডল, সুকৃতি সরকার এবং চাতরা গ্রাম পঞ্চায়েতের সদস্যা শর্বরী আদিত্য রায়। তবে বিশেষভাবে নজর কেড়েছে পুলিশের উপস্থিতিতে। উপস্থিত ভক্তদের থেকে পুলিশের গাড়ি এবং কর্মীদের সংখ্যার দিকে সকলের দৃষ্টি ছিল। প্রশাসনিকভাবে তৎপরতাও নজর কেড়েছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights