মৃন্ময় রায়,মেখলিগঞ্জ:এরই মাঝে মেখলিগঞ্জ থানা পরিদর্শনে আসেন মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস সন্দীপ গড়াই। উনার সাথে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ এর এসডিপিও আশিস পি সুব্বা, সিআই ভাস্কর প্রধান, ওসি মনিভূষণ সরকার সহ অন্যান্যরা। অ্যাডিশনাল এসপি তাদের নিয়ে মেখলিগঞ্জ থানায় একটি বৈঠক করেন। তিনি জানান ঈদ উপলক্ষে প্রতিটি মসজিদের মধ্যে কঠোর নিরাপত্তা থাকবে। রাস্তায় রাস্তায় পুলিশ থাকবে শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করা হবে। কুচবিহার পুলিশের পক্ষ থেকে উনি সমগ্র মেখলিগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
