S K ক্রিয়েশানের‌ পরিচালনায় এক রঙিন র‌্যাম্প শো‌ প্রতিযোগিতা


সুমাল্য মৈত্রের রিপোর্ট : পয়লা মে‌ দুহাজার তেইশ সোমবার কালিঘাটের যোগেশ‌ মাইম‌ হলের সুরেশ‌ দত্ত‌ মঞ্চে S K ক্রিয়েশানের‌ পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেলো এক রঙিন র‌্যাম্প শো‌ প্রতিযোগিতা ‌। বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মোট সত্তর জনের বেশি প্রতিযোগী । বিভিন্ন গ্ৰুপ থেকে বিভিন্ন রকমের আঙ্গিকে সজ্জিত‌ হয়ে‌ মঞ্চে হাঁটেন প্রতিযোগিরা‌। কোনো ধরা বাধা নির্দিষ্ট নিয়ম মেনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নি‌।এ‌স‌ কে‌ ক্রিয়েশানের‌ লক্ষ্য ছিলো নিছক‌ এক সাদা মাটা‌ মঞ্চের ওপর হাঁটা নয় তার একেকটা বিষয় থাকবে এর পেছনে ‌। বিভিন্ন হারিয়ে যাওয়া সংস্কৃতিও এই র‌্যাম্প অনুষ্ঠানে পাওয়া গেলো‌। মুক্ত‌ মনে হাঁটা এবং দর্শকদের মন ছুঁয়ে যাওয়া সবেতেই সফল প্রতিযোগিতরা‌। বিভিন্ন বয়সের প্রতিযোগিরা আজ এই র‌্যাম্পে হাঁটেন ‌। বিশিষ্ট অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ুর‌ জয়সায়াল‌/ফ্যাশান‌ ডিজাইনার রাহুল সর্দার/ সাইকোলজিষ্ট‌ সঙ্গীতা‌ দাস / অভিনেত্রী প্রিয়া‌ মুখার্জী এবং কল্যাণ‌ ভান্ডারী‌। উপস্থিত অতিথিরা প্রতিযোগিদের উৎসাহিত করেন তাদের হাতে পুরস্কার তুলে দেন ‌।

Sumalya Maitra’s report: A colorful ramp show competition was held on May 1, 2023 at Suresh Dutt stage of Yogesh Mime Hall, Kalighat under the direction of S K Creation. More than seventy contestants participated in this competition in various categories. Contestants from different groups walk on the stage dressed in different costumes. The competition was not held according to any fixed rules. SK Creation’s goal was not just to walk on a white dirt stage, it would have a different theme behind it. Various lost cultures were also found in this ramp event. Successful contestants walk freely and touch the hearts of the audience. Competitors of various age groups walk this ramp today. Mayur Jaisyal / fashion designer Rahul Sardar / psychologist Sangeeta Das / actresses Priya Mukherjee and Kalyan Bhandari were among the distinguished guests present on the occasion. The present guests encouraged the contestants and gave them prizes.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights