বিক্রম পোদ্দারঃ রানাঘাট শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের ডাকে, বিজেপি সরকারের বেসরকারীকরন নীতি, পেট্রোলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। উক্ত মহা-মিছিলের পুরোভাগে নেতৃত্ব দিয়েছেন রানাঘাট দক্ষিণ সংগঠনিক জেলার সভপতি শ্রীমতী রত্না ঘোষ কর, নদীয়া জেলার সভাধিপতি রিক্তা কুন্ডু, সহ- সভাধিপতি দীপক বোস, নদীয়া জেলার চেয়ারম্যান প্রমথ রঞ্জন রায়, জেলা ট্রেড
ইউনিয়নের সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, রানাঘাট শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি রঞ্জন দাস, রাজ্য যুবর সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল , জেলা যুব শক্তির কো- অর্ডিনেটর আস্তিক দাস, রানাঘাট প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন কোশলদেব
বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সামনে পুরোভোটকে মাথায় রেখে রানাঘাটে সাধারন মানুষের মনে বিজেপি সরকারের অপশাসনকে তুলে ধরতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই মহা মিছিল যথেষ্ট ভূমিকা পালন করবে বলে মনে করছেন রানাঘাট শহর এর রাজনৈতিক মহল।