ইন্দ্রজিৎ আইচঃ সামনেই নতুন বাংলা বছর ১৪৩০, এই নতুন বছরে নতুন ধরনের বাংলা ছবি মুক্তি পাচ্ছে
” রং পেন্সিল “। আমাদের সমাজে প্রতিদিনের ঘটে চলা একটি আধুনিক গল্পকে কেন্দ্র করে পরিচালক সুনির্মল তার নতুন ছবির কাজ শেষ করেছেন। ছবির নাম রং পেন্সিল। এই ছবিতে রয়েছে সম্পর্কের টানা পোড়েনর গল্প, বিশ্বাস আর অবিশ্বাস এর কাহিনী। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি এই রং পেন্সিলের পোষ্টার লঞ্চ হয়ে গেলো। ছবির পরিচালক এক প্রশ্নের উত্তরে জানালেন রং পেন্সিল মুক্তি পাবে ১৪ ই এপ্রিল। এই ছবির কাহিনী লিখেছেন হিমাংশু খাঁ, চিত্রনাট্য ও সংলাপ প্রসেন। মীর এন্টারটেইনমেন্ট প্রোডাকশন নিবেদিত এবং সেলিনা খাতুন প্রযোজিত এই ছবির চিত্রগ্রহণ করেছে অরিজিৎ চক্রবর্তী। ছবির গীতিকার তন্ময় সরদার। সুরকার নবারুণ দাসগুপ্ত। নৃত্য কৈলাস শর্মা (মুম্বাই)। ফাইট সোমনাথ বিশ্বাস। এই ছবিতে গান গেয়েছে আকাশ সেন, অভিক মুখোপাধ্যায়, সৌরভ ধর, কবিতা মুখোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন নবাগত মীর ও নবাগতা মধুশ্রী। নামি যারা এই ছবিতে অভিনয় করেছেন তারা হলেন বিপ্লব চট্টোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অরুণ ব্যানার্জী, সঞ্জীব সরকার, রাজু মজুমদার, সান্তনা বসু, মেঘনা হালদার, ডলি আদক ও আরো অনেক শিল্পী।
প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে এই ছবির অভিনেত্রী সান্তনা বসু জানালেন এই বছরে এই ছবির শুটিং হয়েছে। খুব ভালো ছবি। পরিবারের সকল কে নিয়ে দেখার মতন ছবি রং পেন্সিল। আশা করি সকল দর্শকদের ভালো লাগবে। প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে ছবির অনেক কলা কুশলীরা উপস্থিত ছিলেন।
Indrajit Aich: New Bengali year 1430 is ahead, new kind of Bengali films are being released in this new year “Colour Pencil”. Director Sunirmal has completed his new film based on a modern day story that is happening in our society. The name of the picture is color pencil. This film has a story of relationship tension, a story of trust and distrust. The poster of this color pencil was recently launched through a press conference at Kolkata Press Club. In response to a question, the director of the film said that Rong Pencil will be released on April 14. The story of this film is written by Himanshu Khan, screenplay and dialogues by Prasen. Produced by Meer Entertainment Production and produced by Selina Khatun, the film is directed by Arijit Chakraborty. The lyricist of the film is Tanmoy Sardar. Composer Navarun Dasgupta. Dance by Kailash Sharma (Mumbai). Fight Somnath Biswas. Akash Sen, Abhik Mukhopadhyay, Saurabh Dhar, Kavita Mukhopadhyay have sung songs in this film. Newcomer Mir and newcomer Madhushree acted in the film. Famous actors who acted in this film are Biplab Chatterjee, Sudeep Mukhopadhyay, Arun Banerjee, Sanjeev Sarkar, Raju Majumder, Santana Basu, Meghna Halder, Dolly Adak and many more artists.
In a press conference at the press club, actress Santana Bose told that the shooting of this film was done this year. Very good picture. Color pencil pictures for the whole family to see. Hope all viewers will like it. Many artists of the film were present at the press conference at the press club.