নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত বাবা


গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ নিজের নাবালিকা মেয়েকেই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল অভিযুক্ত বাবা। এমনি জঘন্যতম ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অভিযোগ নদীয়ায় রানাঘাট থানার নিউ সি আর আই এলাকার বাসিন্দা সঞ্জয় মল্লিক দীর্ঘদিন তার নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিল। এরপর ন’ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা।

জানা যায় অভিযুক্ত সঞ্জয়ের স্ত্রী রিতা মল্লিক মেয়েকে সঞ্জয়ের কাছে রেখে, বছর দশেক আগে সঞ্জয়কে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করে, গত দু’মাস আগে ঋতা মল্লিক হাবরা থানা চোংদা অম্বিকা চক্রবর্তী সরণি এলাকায় ভাড়া থাকতে শুরু করে। গত 2 সপ্তাহ আগে 14 বছরের ঐ নাবালিকা মেয়ে হাবরায় তার মায়ের কাছে যায়। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হয় নাবালিকার। ডাক্তারি পরীক্ষা করার পর জানা যায় ওই নাবালিকা 9 মাসের অন্তঃসত্ত্বা। নিজের নাবালিকা মেয়েকে জিজ্ঞাসা করলে রিতা জানতে পারে তার নিজের বাবা প্রায় তিন বছর ধরে ধর্ষণ করে। শুধু তাই নয়, কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ। দীর্ঘদিন যন্ত্রণা সহ্য করে এসেছে ঐ নাবালিকা। সোমবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। ঘটনা তদন্তে নেমে রানাঘাট থানা এলাকা থেকে অভিযুক্ত সঞ্জয় মল্লিককে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। ধৃতকে সোমবার বারাসত আদালতে পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights