বসন্ত উৎসব উদযাপনে রবীন্দ্রভারতী সোসাইটি / Rabindra Bharati Society in celebration of spring festival


পারিজাত মোল্লা , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় শান্তিনিকেতনে সূচিত ও প্রবর্তিত বসন্ত উৎসবের আদলে কলকাতার রবীন্দ্রভারতী সোসাইটির (জোড়াসাঁকো ঠাকুরবাড়ি) উদ্যোগ ও পরিচালনায় গত শুক্রবার দুপুর ৩-০০ টা থেকে মহাসমারোহে পালিত হল ঋতুরাজ বসন্ত আবাহন উৎসব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গনে। উৎসবের শুরুতে প্রথম পর্যায়ে শতাধিক মানুষজনের সাহচর্যে রথীন্দ্রমঞ্চ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পায়ে চলা পথে হেঁটে কবিগুরুর বাসভবন, অন্দরমহলের প্রশস্ত চাতাল পূর্ণ প্রদক্ষিণ করে রথীন্দ্রমঞ্চের সামনে পদযাত্রা শেষ হয়। এই যাত্রাপথে সঙ্গী ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমন্ত্রিত কলাকুশলীরা, সোসাইটির সদস্য/সদস্যাবৃন্দ, এবং সোসাইটির কর্মপরিচালন সমিতির কর্মকর্তাগণ। পদযাত্রা চলাকালীন সকলে সকলকে আবিরের রঙে রাঙিয়ে গান ও চলমান নৃত্যের মধ্য দিয়ে অপূর্ব মুহূর্তটিকে ব্যঞ্জনাময় করে তোলেন।শ্রীখোল বাদ্যসহ সমবেত কণ্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত “ওরে গৃহবাসী”, “ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে” আর “ফাগুন হাওয়ায় হাওয়ায়” গানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঙ্গন মুখরিত হয়ে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টায় রথীন্দ্রমঞ্চে। সোসাইটির তরফে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, ধীমান দাশ ,সব্যসাচী হাজারা,রুমেলা মুখার্জী, জয়শ্রী দে প্রমুখ।বিশিষ্ট অতিথি ছিলেন ডঃ পবিত্র সরকার , ডঃ সুজিত বসু ,শ্রী অগ্নিভ বন্দোপাধ্যায় , শ্রীমতি হৈমন্তী চট্টাপাধ্যায় ,রাজেশ সিনহা(স্থানীয় পৌরপিতা) ।এঁনারা সকলেই জোড়াসাঁকো পুণ্যভূমি পরিক্রমায় অংশ নেন। বসন্ত উৎসব উদযাপনের পটভূমি বিশ্লেষণ সহ সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের প্রারম্ভিক ভাষণের মধ্য দিয়ে মঞ্চ অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বগণ একে একে এই বসন্ত উৎসবের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন এবং সোসাইটি আয়োজিত আজকের বসন্ত উৎসব উদযাপনের ভাবময়তা এবং ভাবগম্ভীর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। এরপর সমবেত সঙ্গীত, নৃত্য ও সমবেত আবৃত্তি সহযোগে বিভিন্ন পরিবেশনায় ছিলেন সৃজনী (রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন), ভবন’স জি.কে.বিদ্যামন্দির, স্যার রমেশ মিত্র বালিকা বিদ্যালয় (উ:মা:), চারুকেশী, ছন্দনীড়, আনন্দলোক, আনন্দবিতান সংস্থা। উপস্থাপনা গুণে প্রতিটি পরিবেশনা হয়ে ওঠে আনন্দপূর্ণ মনোজ্ঞ। রথীন্দ্রমঞ্চের বাহির দালানে অসামান্য দক্ষতায় ক্যানভাসে আবির-রঙে বসন্ত বন্দনা ফুটিয়ে তুলে সকলের মন জয় করে নেন চার চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার, সুদীপ্ত ভট্টাচার্য, কৌশিক মজুমদার ও অমিতাভ গুপ্ত। রথীন্দ্রমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লাইলী মুখার্জী।এই দিন চার জন প্রখ্যাত চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার, কৌশিক মজুমদার, সুদীপ্ত ভট্টাচার্য, অমিতাভ গুপ্ত আবির ও রং দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলল বসন্ত ও রবীন্দ্রনাথ।। চিত্রশিল্পীদের ছবি ঘিরে উপস্থিত দর্শকবৃন্দের মধ্যে এক আনন্দের বন্যা বয়ে গেল। ছবির শেষে রথীন্দ্র মঞ্চে চারজন চিত্রশিল্পীকে রবীন্দ্রভারতী সোসাইটির পক্ষ থেকে সম্মানিত করা হয়।। সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানালেন -”বসন্ত বন্দনা অনুষ্ঠানে চিত্রশিল্পীদের এই লাইভ পেইন্টিং তাদের অনুষ্ঠানের একটা অন্য ভালোলাগা এনে দিল”।

Parijat Molla, World Poet Rabindranath Tagore, in the spirit of the spring festival initiated and introduced in Shantiniketan, under the initiative and management of Kolkata’s Rabindra Bharati Society (Jorasanko Thakurbari), last Friday from 3-00 pm Rituraj Basant Abahan Utsav was celebrated in Jorasanko Thakurbari premises. At the beginning of the festival, hundreds of people accompanied by hundreds of people started from Rathindra Mancha and walked along the footpath with a colorful procession, circumambulating the spacious chatal of Andaramahal, Kabiguru’s residence and ending in front of Rathindra Mancha. The journey was accompanied by invited dignitaries, invited artists from various cultural institutions, members/members of the Society, and officers of the Society’s Executive Committee. During the padayatra, everyone was painted in the color of Abir and made the wonderful moment harmonious through songs and moving dances. Three Rabindra Sangeets “Ore Grihvasi”, “Ore Bhai Fagun Lage Bane Bane” and “Fagun Hawaay Hawaay” sung by the ensemble voices along with Srikhol music filled the Thakurbari arena. get up The cultural program starts at 5 pm at Rathindramanch. General Secretary Siddharth Mukherjee, Soumitra Bandyopadhyay, Dhiman Das, Sabyasachi Hazara, Rumela Mukherjee, Jayashree Dey and others were present on behalf of the societyThe distinguished guests were Dr. Pavitra Sarkar, Dr. Sujit Basu, Shri Agniv Bandopadhyay, Smt. Haimanti Chattapadhyay, Rajesh Sinha (local parish priest). All of them participated in Jorasanko Punyabhoomi Parikrama. The stage program started with general secretary Siddharth Mukhopadhyay’s opening speech along with background analysis of the spring festival celebrations. Eminent personalities sitting on the dais spoke one by one in terms of this spring festival and praised the spirit and solemn atmosphere of today’s spring festival celebration organized by the society. Then there were various performances with collective music, dance and collective recitation by Srijani (Ramakrishna Sarada Mission Vivekananda Vidyabhavan), Bhavan’s G.K. Vidyamandir, Sir Ramesh Mitra Girls’ Vidyalaya (U.S.), Charukeshi, Chandanir, Anandalok, Anandavitan Sanstha. . The presentation quality makes each performance delightfully enjoyable. Four painters Dipankar Samaddar, Sudipta Bhattacharya, Kaushik Majumdar and Amitabh Gupta won the hearts of everyone by painting the colorful spring bandanas on the canvases in the outer building of Rathindra Mancha. Laili Mukherjee was conducting the cultural program at Rathindramanch. On this day, four famous painters Dipankar Samaddar, Kaushik Majumdar, Sudipta Bhattacharya, Amitabh Gupta painted Vasant and Rabindranath on canvas with Abir and colors. A flood of joy flowed through the audience around the paintings of the painters. At the end of the film, the four painters were honored by the Rabindra Bharati Society on Rathindra Manch. Siddharth Mukhopadhyay, general secretary of the society, said – “This live painting by painters in Basant Vandana ceremony brought a different love to their event”

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights