শুভ ঘোষের রিপোর্টঃ দেশে শুরু হতে চলেছে গীতার বাণী প্রচারের এক মহা সুনামি আন্দোলন। হিন্দু ধর্মের মহান ধর্মগ্রন্থ গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দেওয়ার দাবি তুলে এক ছাতার তলায় আসতে চলেছে দেশের সব শাক্ত ,বৈষ্ণব ও অন্যান্য মতাদর্শের হিন্দু মঠ ও মিশনের সন্ন্যাসীরা , এই উপলক্ষে আগামী 5 ডিসেম্বর মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে এক গীতা পাঠের মহা অনুষ্ঠানে সামিল হতে চলেছেন পাঁচ হাজার সনাতন হিন্দু ধর্মের সন্ন্যাসী ও সাধারণ মানুষ, মানুষের জীবনের সব সমস্যার সমাধান রয়েছে গীতায় , কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী অনুসরণই মানুষের মোক্ষ লাভের একমাত্র উপায়, এদিন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথাই বললেন ভারত সেবাশ্রম সঙ্ঘ ,মায়াপুর ইসকন সহ অন্যান্য মঠ ও মিশনের সন্ন্যাসীরা।
Shuvo Ghosh’s report: A great tsunami movement is going to start in the country to spread the message of Gita. The monks of Hindu monasteries and missions of all shaktas, Vaishnavas and other ideologies of the country are going to come under one umbrella demanding the status of national book, the great scripture of Hinduism, on this occasion, on December 5, 5,000 monks of traditional Hindu religion and common people are going to participate in a grand ceremony of reciting gita on the premises of Mayapur ISKCON temple. At a press conference at the Kolkata Press Club, monks of Bharat Sevashram Sangha, Mayapur ISKCON and other monasteries and missions said that following the message of Lord Krishna’s Gita in the battle of Dharma in Kurukshetra is the only way for people to attain salvation.