করিমপুরঃ এক সপ্তাহ আগে দোল উৎসব হয়ে গেলেও তার রেশ এখনো কাটে নি। ১৪ই মার্চ ২০২৩ মঙ্গলবার সপ্তম দোল উৎসব উপলক্ষে নদীয়া জেলার তেহট্ট মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহাপুর গ্রামে অবস্থিত সাহাপুর শ্রী শ্রী রাধামাধব গিরিধারী গৌর গদাধর শ্রীকৃষ্ণ গোপাল মন্দিরে এক মনোজ্ঞ ভক্তিমূলক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। সকাল সাড়ে নয়টার ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। খুব সুন্দর সহজ সরল মনোগ্রাহী ব্যাখ্যা সহ ভাগবত পাঠ করে শোনান দেবনাথ পুর নিবাসী শ্রদ্ধেয় শ্রী যোগেশ চন্দ্র সরকার। পূজা পাঠ সহ অনুষ্ঠানের যাবতীয় ধর্মীয় কার্যকলাপ নিজহস্তে নিষ্ঠা সহকারে পরিচালনা করেন সাহাপুর শ্রী শ্রী রাধামাধব গিরিধারী গৌর গদাধর শ্রীকৃষ্ণ গোপাল মন্দিরের সেবাইত শ্রী শ্রী গৌরী দাস বাবাজি মহারাজ। ভাগবত পাঠ শেষ হলে উপস্থিত ভগবৎপ্রেমী ভক্তবৃন্দ রাধা-গোবিন্দের চরণে আবির অর্পণ করে নিজেদের মধ্যে পবিত্র হোলি খেলায় মেতে ওঠেন। সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়েরও ঘাটতি ছিল না। উপস্থিত স্থানীয় ভক্তবৃন্দের সমাগম তো ছিলই, তাছাড়া সোনায় সোহাগা হয়ে ওঠে আধ্যাত্মিকতার প্রবল আকর্ষণে যখন সুদুর মাঝদিয়া থেকে ছুটে আসেন সমাজসেবী ও সাংবাদিক সুভাষ পোদ্দার ও চিত্র সাংবাদিক রূপদাসী বিশ্বাস, করিমপুর থেকে সময়ের সাথে পাক্ষিক সংবাদপত্রের সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ, নবকান্ডারী পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাস, বাগাখালি থেকে তাপস চক্রবর্তী, তেহট্ট থেকে কবি ও সাংবাদিক মেঘনাথ বাহাদুর থাপা, মহেন্দ্র বাহাদুর থাপা সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। হোলি পর্ব শেষ হলে ছিল প্রসাদ বিতরণ পর্ব। অগণিত ভগবৎপ্রেমী ভক্তবৃন্দ সানন্দে প্রসাদ গ্রহণ করে মহারাজের আশীর্বাদ লাভ করেন।
Karimpur: A week ago, the festival of Dol was held, but its race has not yet been cut. On the occasion of the 7th Dol Festival on Tuesday, March 14, 2023, a devotional ceremony was held at The Shahapur Sri Sri Radhamadhab Giridhari Gaur Gadadhar Sri Krishna Gopal Temple located in Shahapur village on the India-Bangladesh border under Tehatta subdivision of Nadia district. The event began with the bhagavata recitation at 9:30 am. The revered Shri Yogesh Chandra Sarkar, a resident of DebnathPur, recited the Bhagavata with a very beautiful simple, interesting explanation. Sri Sri Gauri Das Babaji Maharaj, the servitor of The Shri Gadadhar Sri Gopal Mandir, conducted all the religious activities of the ceremony, including the worship recitation, with devotion with his own hands. At the end of the Bhagavata recitation, the devotees present there offered abir at the feet of Radha-Govinda and started playing the holy Holi among themselves. There was also no shortage of exchange of greetings and greetings. There was a crowd of local devotees present, besides, sona-e-sohaga became a strong attraction of spirituality when social worker and journalist Subhash Poddar and photojournalist Rupdasi Biswas rushed from Sudur Majhadia, Sanjay Kumar Ghosh, editor of fortnightly newspaper from Karimpur, Apurba Biswas, editor of Nabakandari newspaper, Tapas Chakraborty from Bagakhali, poet and journalist Meghnath Bahadur Thapa from Tehatta. Many eminent personalities including Mahendra Bahadur Thapa. At the end of the Holi phase, there was a prasad distribution ceremony. Countless devotees of Bhagavata happily received the prasad and received the blessings of the Maharaja.