পি সি চন্দ্র পুরস্কারে ভূষিত হলেন বিখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ আমজাদ আলি খান

8436781a-ccac-4a47-8eb3-fc1d53011285

ইন্দ্রজিৎ আইচঃ পি সি চন্দ্র গ্রুপ বাংলার সংস্কৃতি জগতের একটা অঙ্গ। প্রতিবছর তারা ভারতবর্ষের এক বিখ্যাত মানুষ কে তারা পি সি চন্দ্র পুরস্কারে ভূষিত করেন। এই পুরস্কার পেয়েছেন পি সি সরকার জুনিয়র, ক্রিকেটার সুনীল গাভাস্কার, সংগীত শিল্পী মান্না দে , সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাহিত্যিক মহাশ্বেতা দেবী সহ আরো অনেকে। এবার এই পুরস্কারে সন্মানিত হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সরোদ শিল্পী ওস্তাদ আমজাদ আলি খান। গত 24 এ এপ্রিল রবিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পি সি চন্দ্র পুরস্কারে সন্মানিত হলেন প্রবাদ প্রতিম শিল্পী ওস্তাদ আমজাদ আলি খান। মঞ্চে তার হাতে এই পুরস্কার তুলে দেন পি সি চন্দ্র গ্রুপের কর্ণধার অরুণ চন্দ্র ও শুভ্র চন্দ্র ও পন্ডিত অজয় চক্রবর্তী। মঞ্চে উপস্থিত ছিলেন পি সি চন্দ্র র ম্যানেজার অসীম ব্যানার্জী। ওস্তাদ আমজাদ আলি খান এই পুরস্কার গ্রহণ করে বলেন কলকাতা হলো সংস্কৃতির শহর। এখানে গান, নাচ, অভিনয় থেকে খেলা সবকিছু হয় ও সারা বিশ্বজুড়ে তাদের নাম হয়েছে ও রয়েছে। আমি বহুবার কলকাতায় এসেছি। আজ আমি এই সন্মান পেয়ে সন্মানিত হলাম। এই সন্মান অনুষ্ঠানের পর সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
মধুমন্তী মৈত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights