মালদা:- ছাপ্পা ভোট সন্ত্রাস ভোট লুটের প্রতিবাদে জেলা জাতীয় কংগ্রেসের তরফ থেকে মালদা শহরের রথবাড়ি মোড়ে পথ অবরধ নেতৃত্বে পথ অবরোধ। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মত্তাকিন আলম, সহ-সভাপতি ইশা খান চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।
Malda: The District National Congress blocked the road at Rathbari crossing in Malda town to protest against the looting of votes. South Malda MP and district president Abu Hashem Khan Chowdhury, district Congress general secretary Mattaqin Alam, vice-president Isha Khan Chowdhury, and other leaders were present.