মোহাম্মদ জাকারিয়াঃ রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ডেঙ্গু প্রতিরোধে আবারও অগ্রণী ভূমিকা পালন করেছে। শনিবার সকালে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে ২৭টি ওয়ার্ডে মোট ৭৫ হাজার ছয় শো গাপ্পি মাছ বিতরণ করা হয়। প্রতিটি ওয়ার্ডের কর্মীরা উপস্থিত থেকে এই মাছ সংগ্রহ করে নিয়ে যান। পুরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, গাপ্পি মাছ ডেঙ্গু মশার লার্ভা খেয়ে ডেঙ্গু প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। এই মাছগুলি পুরসভার অন্তর্গত জলাশয় গুলিতে ছাড়া হবে। মৎস্য দপ্তরের সহায়তায় এই কর্মসূচি সফল হয়েছে বলে তিনি জানান। পুরসভার এই উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং ডেঙ্গু প্রতিরোধে পুরসভার কার্যক্রমের প্রশংসা করেছেন।

Achat mГ©dicament en ligne fiable: pharmacie en ligne – pharmacie en ligne avec ordonnance pharmafst.com