ইন্ডিয়ান জার্নাল অব অ্যানিমাল হেলথ-এর আয়োজনে কর্মশালা


নিজস্ব প্রতিবেদন: ভবিষ্যত জীবনে কেউ হতে পারেন ডাক্তার, কেউ বিজ্ঞানী বা শিক্ষক। কেউবা হতে পারেন দক্ষ প্রশাসক, কেউ গড়তে পারেন নানান রকম প্রাণী শিল্প-খামার। দেশ বা বিদেশে যেখানেই প্রতিষ্ঠিত হোন না কেন ছাত্রাবস্থা থেকেই সেই লক্ষ্যেই ধারাবাহিক অনুশীলন করতে হবে। এই রাজ্যের ভেটেরিনারি সায়েন্স পাঠরত ছাত্র-ছাত্রীদের সেই অনুশীলনে উৎসাহ ও কার্যক্রম নির্দিষ্ট করার কর্মশালা হলো ১০ ই এপ্রিল। দেশের অন্যতম একটি প্রাচীন জার্নাল, ইন্ডিয়ান জার্নাল অব অ্যানিমাল হেলথ এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হলো কলকাতার বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল হলে।

কর্মশালা উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তীর্থ কুমার দত্ত বলেন পড়াশুনার সাথে ব্যবহারিক বিষয়গুলো নিয়ে ধারাবাহিক চর্চা করে যেতে হবে। প্রধান অতিথি ছিলেন জম্মুর শের ই কাশ্মীর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বি. এন. ত্রিপাঠী। তিনি জানান প্রাণী চিকিৎসায় উন্নত পরিষেবার জন্য দেশে যে বিপুল সংখ্যক প্রাণী চিকিৎসক প্রয়োজন তা খেয়াল রেখে সকলকে শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানের উদ্দ্যেশ্য ব্যাখ্যা করে আয়োজক জার্নালের মুখ্য সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাস বলেন আধুনিক গবেষণার তথ্য সাধারণের কাছে তুলে ধরা যেমন জার্নালের লক্ষ্য, তেমনি সামাজিক দায়বদ্ধতার কারনে বর্তমান প্রজন্মের কাছে সমপোযোগী শিক্ষা ও গবেষণার দিকগুলি জানানোর কারণে এই কর্মশালা। কর্মশালায় ছাত্র-ছাত্রীদের চলার পথের দিশা দেখাতে নিজেদের জীবন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন জার্মানিতে ভারতীয় দূত হিসাবে কর্মরত বিজ্ঞানী রামানুজ ব্যানার্জী, বিশিষ্ট ডেয়ারি বিশেষজ্ঞ ড. আসিতাভ সুর, ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের ড. সুজিত দত্ত, ন্যাশনাল প্রফেসর অধ্যাপক সিতাংশু মোহন দেব ও অধ্যাপক সমিত কুমার নন্দী, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের প্রবর বিজ্ঞানী শান্তনু বণিক ও গৌতম মন্ডল, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন এর কলকাতা কেন্দ্রের প্রধান ড. তাপস ঘোষাল, বিশিষ্ট বিজ্ঞানী-শিক্ষক অধ্যাপক সিদ্ধার্থ জোয়ারদার, অরুনাশিস গোস্বামী, শুভাশিস বিশ্বাস, শুভাশিস বটব্যাল, সফল শিল্পদ্যোগী ড. সুশান্ত সাহা ও ড. ভাস্কর চৌধুরী প্রমুখ।
আলোচনায় আসে এন্টিবায়োটিক রেসিসটেন্স, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাণীজ পণ্য উৎপাদনের সমস্যা ইত্যাদি সমাধানে নিজেদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির উপায়গুলি। উপস্থিত প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীদের সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে সম্মৃদ্ধ হন। আলোচনার নির্যাস তুলে ধরেন জার্নালের এক্সিকিউটিভ এডিটর অধ্যাপক ইন্দ্রনীল সামন্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন জার্নালের প্রকাশনার পক্ষে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. নীলরতন কোলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights