উত্তর বঙ্গের রায়গঞ্জ থেকে ১০০ কিলোমিটার দূরের গ্রাম ইসলামপুরের চোপড়া। এই গ্রামের ছেলে বিমান বুলেট।গ্রামের সাদামাটা জীবনের মাঝেও সে স্বপ্ন দেখতো রক গান গেয়ে জীবনে প্রতিষ্ঠিত হবে। কিন্তু শুরুতে বাবা মা, গ্রামের কেউ তাকে সার্পোট করেনি। তবুও নিজের চেষ্টায় আর একাগ্রতায় কোথাও গান না শিখেই বুলেট সুযোগ পায় সঙ্গীতের সেরা মঞ্চ সা রে গা মা পা ‘য় । আজ বুলেটের জন্যই তাদের গ্রামকে সকলে চিনছে। যে গ্রামের মানুষ রক গান কে সমর্থন করেননি তারা আজ বুলেটকে নিয়ে গর্বিত। বুলেটের বাবা মা’ও ছেলের সাফল্যে খুবই খুশী। চোপড়া ইসলামপুরের বাচ্চারা আজ গান শিখছে, গিটার শিখছে। বুলেট দাদা এখন তাদের আদর্শ। তাদের রকস্টার।
Chopra of Islampur, a village 100 km from Raiganj in North Bengal. The son of this village is Biman Bullet. Despite the simple life of the village, he dreamed of becoming established in life by singing rock songs. But in the beginning, parents, no one in the village supported him. However, with his own efforts and concentration, without learning music anywhere, Bullet got the opportunity to perform on the best stage of music, Sa Re Ga Ma Pa. Today everyone knows their village because of bullets. Villagers who did not support rock music today are proud of Bullet. Bullet’s parents are also very happy with their son’s success. Children of Chopra Islampur are learning music, learning guitar today. Bullet Dada is now their ideal. Their rock stars