নিত্যপ্রয়োজনিয় দ্রবের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্যসরকারের “সুফল বাংলা স্টল”


গোপাল বিশ্বাস, নদীয়া:- লাগামছাড়া বাজারদর এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নে এক টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করেন। সুফল বাংলা আউটলেট 322 থেকে বাড়িয়ে 500 টি করা হয়েছে। তিনি বলেন টোল ট্যাক্সের কারণে বেশ কিছুটা দাম বাড়ছে তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর সাথে বিশেষ নজর রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কালোবাজারি কেউ করছে কিনা সে বিষয়ে। নদীয়ার শান্তিপুরের শিল্পকলা সমবায় সমিতির একটি ভ্রাম্যমাণ সুফল বাংলার স্টল বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বিক্রি করছেন আনাজ ভোজ্যতেল রান্নার মসলা আলু পিঁয়াজ সহ বিভিন্ন আনাজ তরমুজ আঙ্গুর সহ বিভিন্ন ফল। তরমুজ আলু বাজারদরের থেকে কিছুটা কম হলেও, অন্যান্য খাদ্যসামগ্রীতে খুব বেশি দামের হেরফের পাচ্ছেন না ক্রেতারা, এ প্রসঙ্গে অবশ্য সুফল বাংলার পক্ষ থেকে জানানো হয়, গুণগতমান বাছাই করে তবেই তা বিক্রি করা হয় সেই কারণে বাজার থেকে খুব বেশি কম লক্ষ্য করা যাচ্ছে না তবে নির্ভেজাল খাঁটি এবং বিষমুক্ত যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়।
আর রাজ্যসরকারের এহেন উদ্যোগে খুশি সকলেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights