কোলকাতা (১১ ফেব্রুয়ারী ‘২৪):- বিস্ময় শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য সহ একাধিক বরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উন্মোচিত হল কোলকাতা পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ১৭, বেচু চ্যাটার্জি স্ট্রিটের ‘ভিয়েনা স্পোর্টিং ক্লাব’-এর দেবী সরস্বতীর পূজামণ্ডপ ও মাতৃমূর্তি। ভ্রাজিষ্ণু ছাড়াও বিদ্যার দেবী সরস্বতীর মণ্ডপ ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও রাজস্ব বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার, তৃণমূল কংগ্রেসের অন্যতমা নেত্রী স্মিতা বক্সি, যুব তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য নেতা সৌম বক্সি, স্থানীয় সমাজসেবী পিয়াল চৌধুরী, প্রবন্ধ রায় (ফান্টা), হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় সহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের সাধকগণ।
জেনে রাখা ভালো, ৩ বছর ২ মাসের খুদে শিশু ভ্রাজিষ্ণু ভট্টাচার্য না দেখে শুদ্ধ ভাবে পবিত্র গীতার শ্লোক বলে যেতে পারে। এর জন্য ইতিমধ্যে ভ্রাজিষ্ণুর নাম উঠেছে গিনেস বুকে।’ভিয়েনা স্পোর্টিং ক্লাব’-এর সাধারণ সম্পাদক প্রিয়ঙ্ক পাণ্ডা জানিয়েছেন, “এই বছর ৪১ তম বর্ষে পদার্পণ করল আমাদের বাগদেবীর আরাধনা। ধর্মীয় রীতি রেওয়াজ মেনে পুজোর পাশাপাশি বছরভর আমরা সমাজের পিছিয়ে পড়া নাগরিকদের সহায়তা করে থাকি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের দিকে নজর রেখে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে আমরা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের সাধকদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি।” অনুষ্ঠানে ৩ বছর ২ মাসের খুদে শিশু পবিত্র গীতার শ্লোকপাঠ করে মঞ্চে উপস্থিত বরেণ্য অতিথি সহ দর্শক ও শ্রোতাদের মন জয় করে নেয়।
KOLKATA (11 Feb '24):- Goddess Saraswati Pooja Mandap and Matrimurthy at 'Vienna Sporting Club' at 17, Bechu Chatterjee Street under Ward No. 38 of Kolkata Municipality was unveiled in the presence of several dignitaries including wonder child Vrajishnu Bhattacharya. Apart from Vrajishnu, the unveiling ceremony of Saraswati, the goddess of learning, was attended by Joint Commission of Lands and Revenue Department of West Bengal Government, Anupam Halder, Trinamool Congress leader Smita Bakshi, Yuva Trinamool Congress notable leader Soum Bakshi, local social worker Piyal Chowdhury, Prabandha Roy (Fanta), Hindu Saints of several religious institutions including Sanjay Roy, member of the Achi Parishad of Satkar Samiti. It is good to know that a young child of 3 years and 2 months can recite the verses of Holy Gita without seeing Vrajishnu Bhattacharya. For this, Vrajishnu's name has already appeared in the Guinness Book. Priyank Panda, General Secretary of 'Vienna Sporting Club' said, "This year marks the 41st year of worshiping our goddess. Along with religious rituals, we help the backward citizens of the society throughout the year. Keeping in view the current social context, we have invited the saints of Hindu, Buddhist, Sikh, Christian religions etc. to deliver the message of interfaith harmony in today's inauguration ceremony." In the event, the 3 year and 2 month old baby recited verses of the Holy Gita and won the hearts of the audience and the audience along with the distinguished guests present on the stage.