হিন্দু মহাসভার সরস্বতী পূজার অভিনব থিম “প্রেমেও আছি, রাজনীতিতেও আছি”


নিউজ ডেস্কঃ রুবি হাসপাতাল মোড়ের অন্যতম বিখ্যাত দুর্গা পূজার পর এবার সরস্বতী পূজারও আয়োজন করতে চলেছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা । তবে সরস্বতী পূজাটি হতে চলেছে কলকাতার টালিগঞ্জ অঞ্চলে আর এই সরস্বতী পূজাতেও থাকছে ভরপুর চমক । প্রসঙ্গত উল্লেখ্য এবারের সরস্বতী পূজার দিন পড়েছে ১৪ই ফেব্রুয়ারী বা বিশ্ব ভালোবাসার দিবসে । আবার এই বছর অনুষ্ঠিত হতে চলা লোকসভা নির্বাচনে প্রায় পঁচাত্তর বছর পর দলগত ভাবে অংশগ্রহণ করতে চলেছে হিন্দুমহাসভা । তাই এই দুইটি বিষয়কে এক বিন্দুতে এনে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে হিন্দুমহাসভার অভিনব সরস্বতী পূজার থিম “প্রেমেও আছি, রাজনীতিতেও আছি ।” বিশেষজ্ঞ মহলের অনুমান মূলত তরুণ প্রজন্মকে কাছে টানতে এবং বার্তা দিতেই এই রকম অভিনব ও সাহসী বিষয়কে সরস্বতী পূজার থিম হিসেবে চয়ন করেছে হিন্দুমহাসভা । চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য প্রেম ভালোবাসা বিষয়টি শুধুমাত্র একমুখী অর্থ বহন করেনা, প্রেম এই দুই অক্ষরের শব্দটির গভীরতা অনেক । আজ পৃথিবীতে এত হিংসা, বিদ্বেষ, ঘৃনা এবং জিঘাংসা বেড়ে গেছে তার প্রকৃত উপসম বা সমাধান হতে পারে একমাত্র প্রেম ভালোবাসা ও পারস্পরিক সম্মান । নারী পুরুষের প্রেম ভালোবাসা বা বিবাহের ক্ষেত্রেও জাতি,ধর্ম,বর্ণ আর্থিক অবস্থা এমনকি লোকমুখে বহুল প্রচলিত লাভ জিহাদ, ঘরওয়াপসি ইত্যাদি কিছু ঘৃণ্য ধর্মীয় মৌলবাদ কখনো আসা উচিৎ নয় । এর পাশাপাশি এই সরস্বতী পূজার থিমের আরেকটি অংশ হচ্ছে রাজনীতি । এখানেও হিন্দু মহাসভার স্পষ্ট বক্তব্য একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি যার ১৮ বছর বয়সে ভোটাধিকার হয়ে যায় তাদের দেশ ও দশের ভালোর জন্য অবশ্যই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করা উচিৎ । চন্দ্রচূড় বাবু আরো বলেন নতুন প্রজন্ম বা তরুণ ভোটারদের অবশ্যই মন দিয়ে লেখাপড়া করার পাশাপাশি বেশি করে ভোট দেওয়া এবং রাজনীতি করা উচিৎ । একজন সৎ, নির্ভীক এবং নিরপেক্ষ রাজনীতিবিদই পারে দেশের শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্ত ক্ষেত্রে সমস্যার সমাধান করতে এবং রাজনৈতিক দল ও ব্যক্তিত্বদের মধ্যে রাজনৈতিক সৌজন্য ফিরিয়ে আনতে । আসন্ন ১৪ই ফেব্রুয়ারী অখিলভারত হিন্দুমহাসভার সরস্বতী পূজা যে তাদের রুবি হাসপাতাল মোড়ের দুর্গাপূজার মতোই আকর্ষণীয় ও জনপ্রিয় হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।

News Desk: Akhil Bharat Hindu Mahasabha, one of the oldest political parties in India, is going to organize Saraswati Puja after one of the most famous Durga Pujas at Ruby Hospital Mor. However, the Saraswati Puja is going to be held in Taliganj area of ​​Kolkata and there are many surprises in this Saraswati Puja. Incidentally, this year’s Saraswati Puja day falls on 14th February or World Love Day. Again, the Hindu Mahasabha is going to participate as a party in the Lok Sabha elections to be held this year after about seventy five years. So, bringing these two issues together, the theme of Hindu Mahasabha’s novel Saraswati Puja is “I am in love, I am in politics” at the initiative of state president Dr. Chandrachud Goswami. Experts estimate that the Hindu Mahasabha has chosen such a novel and daring theme as the theme of Saraswati Puja mainly to attract and convey a message to the young generation. Chandrachud Goswami’s statement Prem Love does not only have a one-way meaning, the two letters of Prem have a lot of depth. Today, there is so much violence, hatred, hatred and jealousy in the world that the only real solution can be love and mutual respect. Even in the case of love or marriage between men and women, caste, religion, caste, financial status, and even some hateful religious fundamentalism such as Jihad, housewarming, etc. Apart from this, another part of the theme of this Saraswati Puja is politics. Here also the clear statement of the Hindu Mahasabha is that a representative of the young generation, who becomes eligible to vote at the age of 18, should try to understand the political context of the country for the good of the country and the decade. Chandrachud Babu also said that the new generation or young voters must vote more and do politics in addition to studying with their heart. An honest, fearless and impartial politician can solve the problems in all the educational, cultural, economic and social sectors of the country and restore political courtesy among political parties and personalities. There is no doubt that the upcoming Akhil Bharat Hindu Mahasabha’s Saraswati Puja on 14th February is going to be as interesting and popular as their Durga Puja at Ruby Hospital Mor.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights