সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড ব্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী এশা সাহা, সেই সঙ্গে মুক্তি পেলো নতুন মিউজিক ভিডিও “লীলাবালি”


ইন্দ্রজিৎ আইচঃ কলকাতার বিখ্যাত সোনার দোকান ” সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের নতুন ব্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী এশা সাহা। আজ মৌলালির সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের শোরুমে এক সাংবাদিক সন্মেলনে সেনকো গোল্ডের ডিরেক্টর জয়িতা সেন জানালেন নতুন বাংলা বছরে আমাদের প্রতিটা বিভাগে ১০ টা করে কালেকসন রয়েছে, এছাড়াও আমাদের ৩০০ রকমের ডিজাইন আছে। বিয়ের ক্ষেত্রে সোনা ও ডায়মন্ডের কালেকসন এর দাম ২ লাখ থেকে শুরু হচ্ছে। ১০ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে বিয়ের প্যাকেজের গহনা। ই এম আই-এর সুবিধা থাকছে । আমাদের এবারের চতুর্থ ব্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী এশা সাহা। আমাদের মোট ১৩৬ টা শোরুম আছে। পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় উপলক্ষে আজ মুক্তি পেলো বিবাহ র নতুন মিউজিক ভিডিও ” লিলাবালি”। বাংলার সাবেকি বিয়ের যে সব গহনা আগে ছিলো সেই সব গহনা পাশাপাশি অনেক আবার নতুন ধরনের ডিজাইন আমরা এনেছি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো কল্কি ও কুন্দন। বনেদিআনা ও ঐতিহ্য আমাদের আসল উৎকর্ষতা। সেনকোর ব্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী এশা সাহা জানালেন আমার পরিবারের সবাই সেনকো গোল্ড ব্যাবহার করেন। আমারও খুব পছন্দের। আজ তাই এনাদের ব্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নিজের খুব ভালো লাগছে। বৈশাখ মাস চলছে। সামনেই অক্ষয় তৃতিয়া। তাই সবমিলিয়ে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডের গহনা সকলের মন ভড়াবে আশা করি।

Indrajit Ich: The new band ambassador of Senko Gold & Diamond, a famous gold shop in Kolkata, is popular actress Esha Saha. Today, in a press conference at the Senko Gold & Diamond showroom in Moulali, Senko Gold Director Jayita Sen said that we have 10 collections in each category for the new Bengali year. There are 300 different designs. In case of wedding, the price of gold and diamond collection starts from 2 lakhs. Wedding package jewelery is available up to 10 lakh rupees. EMI benefits are available. Our fourth band ambassador this year is actress Esha Saha. We have a total of 136 There is a showroom. On the occasion of Paila Boishakh and Akshay III, the new wedding music video “Lilabali” was released today. We have brought many new designs along with all the jewels that were before the wedding of Bengal. Among them, Kalki and Kundan are worth mentioning. Banediana and tradition are our real excellence. Senko’s band ambassador and actress Esha Saha said, “Everyone in my family uses Senko Gold. I also love it. Today, I feel very happy to be their band ambassador.” Baisakh month is going on. Akshay Tritiya is ahead. So all in all I hope Senko Gold and Diamond jewelery will please everyone.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights