গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ সদ্য সমাপ্তি হলো দুর্গোৎসব। ঘরে ঘরে প্রস্তুতি চলছে ধন দেবী তথা কোজাগর লক্ষ্মী পুজোর।
লক্ষ্মী পুজোয় অন্যতম অপরিহার্য শোলার কদম ফুল। সারা বছর বিভিন্ন পুজো বা মন্ডপ সজ্জার কাজে ব্যবহ্রত হয় এই শোলার কদম ফুল। কিন্তু বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজোর দিন এই কদম ফুলের প্রবেশ ঘটেই। কার্যত এর চাহিদা বরাবর বেশী থাকে লক্ষ্মী পুজোর সময়। নবদ্বীপ ব্লকের আভা রায় ও তার স্বামী দুজনেই এই শোলার কদম ফুল তৈরী করে বছর ভর। শোলা কিনে এনে তাদের নিপুন শিল্প কলায় বানিয়ে ফেলেন এই শোলার কদম ফুল, তিনি জানান এই কদম ফুলের চাহিদা বছর ভর থাকলেও, পয়লা বৈশাখ আর লক্ষ্মী পুজের সময় চাহিদা বেড়ে যায়। আগে কাচামালের যোগান ঠিক টাক ছিল, পাশাপাশি কদম ফুল তৈরীতে ব্যবহৃত রং, সুতলির দামও কম ছিল, তাতে লাভের পরিমান চোখে লাগতো। বর্তমানে রং,সুতলির দাম প্রায় দুগুন, তিন গুণ বৃদ্ধি ঘটেছে, ভালমানের শোলার যোগান ও ঠিক ঠাক নেই ফলে চাহিদা মতো তৈরী করতে সমস্যায় পরতে হচ্ছে।, পাশাপাশি লাভের পরিমানও কিছুটা কমেছে। আগে একশত কদম ফুল হাজার টাকায় তারা পাইকারি বিক্রি করতো এবছর তা ১৫০০ টাকায় বিক্রি করতে হবে বলেও জানায়। সব মিলিয়ে সামান্য জিনিস হলেও এই শোলার কদমফুল বছর ভর বানিয়েই বারতি রোজগারের দিশা দেখছেন তারা, তা বলাই বাহুল্য।
Gopal Biswas, Nadia: The Festival of Durgotsav has just ended. Preparations are going on at home for Dhan Devi or Kojagar Lakshmi Puja. Shola Kadam flower is one of the most essential flowers in Lakshmi Puja. This shola kadam flower is used for various pujas or mandap decorations throughout the year. But on the day of Lakshmi Puja, this kadam flower enters the house of the Bengali. In fact, its demand is always high during Lakshmi Puja. Both Abha Roy and her husband from Nabadwip block make this shola kadam flower throughout the year. He bought the shola and made it into their nipun art, he said, adding that although the demand for this kadam flower is full for years, the demand increases during Poila Baishakh and Lakshmi Puja. Earlier, the supply of raw material was just bald, as well as the color used to make kadam flowers, the price of cotton was also low, so the amount of profit was visible. At present, the price of paint, cotton has increased almost twice, three times, the supply of good quality sholas is not in order and there is no proper supply, so it is difficult to make it according to the demand. At the same time, the amount of profit has also decreased slightly. Earlier, they used to sell 100 kadam flowers wholesale for Tk 1,000, this year they will have to sell it at Tk 1,500. All in all, it is a small thing, but it is needless to say that they are seeing the direction of earning a lot by making this shola’s kadamful year.