নিজস্ব সংবাদঃ ১১ এপ্রিল ২০২৩, কলকাতা: এই অনুষ্ঠানে ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা, সমাজকর্মী এবং অন্যান্য মান্যগণ্য অভ্যাগতরাও, তাঁদের উজ্জ্বল উপস্থিতি তারকাখচিত করে তুলল শরণ্যা সিজন থ্রির মঞ্চকে- অ্যানবি এন্টারটেইনমেন্ট-এর সিএসআর অর্থাৎ সামাজিক দায়িত্বপালন উদ্যোগের তৃতীয় সংস্করণের ঝলমলে অনুষ্ঠানটিকে- যেটি আজ কলকাতায় অনুষ্ঠিত হল।
শরণ্যা থ্রি-র মূল ভাবনা `শোভনতা,সামর্থ্য এবং মর্যাদার সঙ্গে যে সকল নারী নিজের জীবনের যাত্রাপথ ইউনিফর্ম পরিহিত হয়ে বা না হয়ে পাড়ি দিচ্ছেন তাঁদের সাফল্যের উদযাপন ’।
অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করলেন চিন গণপ্রজাতন্ত্রের কলকাতা দূতাবাসের মাননীয় কনসাল জেনারেল ঝা লিউ, সেইসঙ্গে উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী সুরেশ সেঠিয়া এবং ইমরান জাকি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও। প্রত্যেককে সাদর অভ্যর্থনা করা হয় আয়োজকদের তরফ থেকে। সামাজিক বিষয়ভাবনাকে সামনে রেখে একটি র্যাম্প শো,একটি নৃত্যনাট্য এবং শরণ্যা সিজন থ্রি-র সংবর্ধনাপ্রাপকদের সম্মানজ্ঞাপন ছিল এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ।
যেসকল কৃতী মহিলা সম্মানিত হলেন তাঁরা হলেন শ্রীমতী সোমা ঘোষ (অ্যাডভোকেট), শ্রীমতী শকুন্তলা (ফুটস্টেপ ফাউন্ডেশন-এর ম্যানেজিং ট্রাস্টি), ডা. সায়ন্তনী সেনগুপ্তা (চিকিৎসক), প্রিয়াঙ্কা (মাস্টার শেফ), শ্রীমতী মণিকা পরাশরী লাহিড়ী (ব্রডকাস্টিং নেটওয়ার্ক-র সিওও), শান্তি দাস (পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডিশনাল এসপি), ভামা গৌর(প্রাক্তন নেভি অফিসার), শ্রী সেন চ্যাটার্জি( একটি বেসরকারি ব্যাঙ্ক-এর ডিরেক্টর) এবং রুমকি মণ্ডল (উবের চালক)। পুরুষদের মধ্যে সংবর্ধিত হলে শ্রী অহীন্দ্রভূষণ সাহা এবং ডা. গৌরব কোচার।
শরণ্যা সাম্যের সমর্থক,কলকাতাভিত্তিক এই এনজিও চায় প্রত্যেক নারী নিজ সামর্থ্য, শ্রদ্ধা ও মর্যাদা অনুসারে স্বাধীনভাবে শুধু জীবন কাটাবেন তাই নয়, তাঁরা শিক্ষার ও কর্মের ক্ষেত্রে সমান সুযোগ, সমানাধিকার ও মর্যাদাভোগ করতে পারবেন – আর সেই নিশ্চিতি আদায়ের লড়াইয়ে শরণ্যার অনিতা দত্ত, সৌমী দত্ত এবং স্বাগতা পাল অবিশ্রান্ত। শরণ্যা চায় সমাজের সকল অংশ সমান ব্যবহার পাক, আর সেই সচেতনতা ও নিশ্চিতি দিতেই তাঁরা অক্লান্তকর্মা।
তাঁর জনপ্রিয় স্পা চেন এবং হসপিটালিটি উদ্যোগ ‘অভেদা অ্যান্ড লাক্সারি হোটেলস’ এবং ‘অভিস ইন’-এর মতো, স্বপ্রতিষ্ঠ উদ্যোগপতি অনিতা দত্ত শরণ্যারও মূল স্থপতি। স্বভাবতই সামাজিক কল্যাণমূলক কাজকর্মে অনিতার অবিরত জড়িয়ে থাকা থেকেই শরণ্যার সৃজন,- যে এনজিও নারীর ক্ষমতায়ন এবং অন্যান্য সমাজকল্যাণ কার্যে যুক্ত। রয়েছেন সৌমী দত্ত, অ্যানবি এন্টারটেইনমেন্ট এবং শরণ্যা উভয়েরই যিনি ক্রিয়েটিভ ডিরেক্টর।, ২০২১-এর কুইন অফ এশিয়া এবং ২০১৯-২০ মিস ইন্ডিয়া ইউনিভার্স (কলকাতা) তিনি। সৌমী আকার এবং মার্সি অ্যান্ড ভিশন এনজিওর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। শরণ্যার স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর এবং অ্যানবি এন্টারটেইনমেন্ট-এর শো কোরিওগ্রাফার হলেন স্বাগতা পাল।স্বাগতা মিস ইন্ডিয়া ইস্ট আইএবি ২০১৯ – এর বিজয়ী, টিচ এনজিও-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং কর্পোরেট পেশাদারি জগতে যুক্ত ব্যক্তিত্ব।
Own News: 11th April 2023, Kolkata: The event was attended by dignitaries, social workers and other distinguished guests, whose glittering presence graced the stage for Sharanya Season 3 – the glittering event of the third edition of ANB Entertainment’s CSR i.e. Social Responsibility initiative – which took place today in Kolkata. Hall The main idea of Sharanya 3 is to ‘celebrate the success of women who walk their life’s journey with grace, capability and dignity in uniform or not’. Hon’ble Consul General Jha Liu of the Embassy of the People’s Republic of China, Kolkata inaugurated the event by lighting the lamp, along with Hon’ble Mr. Suresh Sethia and Mr. Imran Zaki and other dignitaries were also present. Everyone is warmly welcomed by the hosts. A ramp show focusing on social issues, a dance drama and felicitation of the recipients of Sharanya Season 3 were the highlights of the day’s event. The accomplished women who were honored are Mrs. Soma Ghosh (Advocate), Mrs. Shakuntala (Managing Trustee of Footstep Foundation), Dr. Sayantani Sengupta (Doctor), Priyanka (Master Chef), Smt Manika Parashri Lahiri (COO of Broadcasting Network), Shanti Das (Additional SP of West Bengal Police), Bhama Gaur (Ex-Navy Officer), Shri Sen Chatterjee (of a Private Bank) Director) and Rumki Mondal (Uber Driver). Shri Ahindrabhushan Saha and Dr. Gaurav Kochhar. Supporters of Sharanya Samya, this Calcutta-based NGO wants every woman not only to live independently according to her ability, respect and dignity, but also to enjoy equal opportunities, equal rights and dignity in education and work – and in the fight to ensure that, Sharanya Anita Dutta, Sowmi Dutta and Swagat Pal is tireless. Sharanya wants all sections of the society to be used equally, and they work tirelessly to provide that awareness and assurance. Like his popular spa chain and hospitality ventures ‘Aveda & Luxury Hotels’ and ‘Avis Inn’, self-made entrepreneur Anita Dutta is the key architect of Sharanya. Naturally, Anita’s continued involvement in social welfare activities led to the creation of Sharanya, an NGO involved in women’s empowerment and other social welfare activities. There is Sowmi Dutta, Creative Director of both ANBI Entertainment and Sharanya, 2021 Queen of Asia and 2019-20 Miss India Universe (Kolkata). Sowmi Akar is also the brand ambassador of Mercy and Vision NGO. Sharanya’s Skill Development Director and Show Choreographer of ANBI Entertainment is Swagta Pal. Swagta is the winner of Miss India East IAB 2019, Brand Ambassador of TEACH NGO and corporate professional. Her popular spa chain and hospitality venture ‘Aveda and Luxury Hotels’ ‘ and like ‘Avis Inn’, self-styled entrepreneur Anita Dutta is the key architect of Sharanya. Naturally, Anita’s continued involvement in social welfare activities led to the creation of Sharanya, an NGO involved in women’s empowerment and other social welfare activities. There is Sowmi Dutta, Creative Director of both ANBI Entertainment and Sharanya, 2021 Queen of Asia and 2019-20 Miss India Universe (Kolkata). Sowmi Akar is also the brand ambassador of Mercy and Vision NGO. Sharanya’s Skill Development Director and Show Choreographer of ANBI Entertainment is Swagta Pal. Swagta is the winner of Miss India East IAB 2019, brand ambassador of TEACH NGO and a personality in the corporate professional world.