ইন্দ্রজিৎ আইচঃ “একটি নীড় সমুদ্র ও আমি” নাটকের মাধ্যমে অনন্য রূপে মঞ্চে দেখা গেলো প্রখ্যাত শ্রুতি নাট্য উপস্থাপক দম্পতি জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসুকে।নাটকের গল্প আবর্তিত হয় তরুণ দম্পতি তপতী এবং অনির্বাণকে নিয়ে। অনেক প্রচেষ্টার পরে অনির্বাণ তার পরিবারকে রাজি করায় তার একমাত্র প্রেম তপতীকে বিয়ে করতে। গল্পটি একটি বড় মোড় নেয় যখন তপতী জানতে পারে যে সে কখনই মা হতে পারবে না। তপতী অনির্বাণের চূড়ান্ত ভালবাসা, কিন্তু সেই ভালবাসায় অনির্বাণের বাবা মায়ের বেশ আপত্তি। অনির্বাণ তখন এক মজার ছলনার আশ্রয়ে বাবা মাকে রাজি করাতে পারে এবং তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ভালোবাসা আরো পূর্ণতা পায়। কিন্তু বাঁধ সাধে তপতীর মা না হতে পারার সংবাদে। অনির্বাণ স্বাভাবিক ভাবে তপতীকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু, তপতীর মনে হয় অনির্বাণ তাকে শুধুই সান্তনা দিচ্ছে,যা সমবেদনার; ভালোবাসায় উত্তীর্ণ হতে পারছে না। ফলতঃ তপতী অনির্বাণের থেকে অনেক দূরে সরে যায়। এই দূরত্বকে কিছুটা কমানোর প্রচেষ্টায় অনির্বাণ তপতিকে নিয়ে কোথাও যাওয়ার প্রস্তাব দেয়। ঠিক হয় তারা পুরী যাবে বেশ কিছুদিনের জন্য। তারা পুরী যায়, কিন্তু জায়গার পরিবর্তন তপতির মনের পরিবর্তন ঘটাতে পারে না।
হঠাৎই এক সন্ধ্যায় তপতী বেশ কিছুক্ষণ একা সমুদ্রপাড়ে কাটানোর মাঝে নিজেকেই যেন সে হারিয়ে ফেলে; নিজের অজান্তেই সে অনেকদূর সমুদ্রপাড় ধরে হেঁটে চলে যায়। সেই নিশ্ছিদ্র অন্ধকারে তার সাথে পরিচয় হয় সপ্তর্ষির। সপ্তর্ষির দৈব আবির্ভাবে তপতীর মনেরও বেশ খানিকটা পরিবর্তন ঘটে। তপতীর সমস্ত ধারণা জীবনের প্রতি ও প্রেমের প্রতি পাল্টাতে শুরু করে। সপ্তর্ষি ভালোবাসার এক অন্য সত্বা তার কাছে তুলে ধরে। শেষে তপতী অনির্বাণের কাছে ফিরে যেতে রাজি হয়। কিন্তু সপ্তর্ষিকে সে আর খুঁজে পায় না।
তপতী-অনির্বাণ কলকাতায় ফিরে আসে। তপতী এখন এক অন্য নারী। সেইসময় হঠাৎই জানতে পারে তপতী আবার মা হতে পারবে। অনির্বাণ আনন্দে আত্মহারা হয়ে পরে।তপতির আনন্দ এখন অনেক গভীর ও শান্ত, শুধু বলে যে — তাদের পুত্র সন্তানই হবে, এই তার বিশ্বাস, আর তার নাম রাখা হবে সপ্তর্ষি। অনির্বাণ কারণ জানতে চাইলে , তপতী বলে ওঠে তাদের সন্তান সাতটি তারার ঔজ্জ্বল্যের মত সপ্তর্ষি রূপে তাদের সমস্ত ভালোবাসাকে এক প্রবল শক্তিতে বয়ে নিয়ে চলবে, যা তাদের একমাত্র পাথেয় হবে জীবনবন্দনার। এভাবেই তপতী অনির্বাণের সাথে সপ্তর্ষিকেও জীবনে বেঁধে ফেলে।
এই শ্রুতি নাটকে অনির্বাণ আর তপতির ভূমিকায় জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসুর অভিনয় এক কথায় অসাধারণ, সেই সঙ্গেসপ্তর্ষি চরিত্রে অলোক রায় ঘটক চমৎকার অভিনয় করেছেন। গানে ছিলেন স্বরুপ পাল, স্বাতি পাল, নভোদীপ চক্রবর্তী, অনুরূপ মল্লিক, দোলনচাঁপা মুখার্জি।গল্প,কথা ও নির্দেশনায় – সুব্রত সেনগুপ্ত তুলনাহীন। সবমিলিয়ে অনেকদিন পর ৩১শে মে দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চতে বুধবারের সন্ধেটা ভালোই কাটলো।
Indrajit Aich: The play “Ek Neer Samudra O I” featured the famous Shruti Natya presenter couple Jagannath Bose and Urmimala Bose in a unique form. The story of the play revolves around the young couple Tapati and Anirvan. After many attempts Anirban convinces his family to marry his only love Tapathi. The story takes a major turn when Tapati learns that she will never be a mother. Tapati is Anirban’s ultimate love, but Anirban’s parents are very opposed to that love. Anirban then manages to convince the parents with a funny ruse and they get married. After marriage, their love becomes more complete. But the news of Badh Sadhe not being able to be Tapati’s mother. Anirvana naturally tries to convince Tapati a lot but, Tapati feels that Anirvana is only comforting her, which is compassion; Can’t get over love. As a result, Tapati moves far away from Anirvana. In an attempt to bridge this distance, Anirban offers to take Tapati somewhere. Well they will go to Puri for some time. They go to Puri, but the change of place doesn’t change Tapati’s mind. Suddenly one evening Tapati spends some time alone on the seashore as if he lost himself; Unknowingly, he walks far along the seashore. Saptarshi met him in that flawless darkness. Tapati’s mind also changed quite a bit due to Saptarshi’s divine appearance. Tapati’s all thoughts begin to change towards life and towards love. Saptarshi reveals to him another quality of love. Finally, Tapati agrees to return to Anirvana. But he can’t find Saptarshi anymore. Tapati-Anirban returns to Calcutta. Tapati is a different woman now. At that time Tapati suddenly found out that she can become a mother again. Anirvana was overcome with joy. Tapati’s joy was now deep and calm, saying only that — they would have a son, she believed, and he would be named Saptarshi. When asked to know the eternal reason, Tapati says that their child will carry all their love in the form of Saptarshi like the brightness of seven stars, which will be their only path to happiness. This is how Tapati binds Saptarshi to Anirvana in life. Jagannath Bose and Urmimala Bose’s performances as Anirban and Tapati in this Shruti drama are in one word excellent, while Alok Roy Ghatak’s role as Saptarshi is excellent. Swaroop Pal, Swati Pal, Navodeep Chakraborty, Dolanchampa Mukherjee in music. Story, lyrics and direction – Subrata Sengupta is unmatched. All in all it was a good Wednesday evening at Uttam Manch in South Kolkata on 31st May after a long time.