নিজস্ব সংবাদঃ শিক্ষা শুধুমাত্র একটি উচ্চ-প্রোফাইল চাকরির জন্য জ্ঞান প্রদানের একটি প্রক্রিয়া নয় বরং একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা আমাদের ছাত্রদের দেশের নৈতিক, ন্যায়পরায়ণ নাগরিক হিসাবে গড়ে উঠতে ও নৈতিক মূল্যবোধের উপলব্ধি তৈরি করতে সাহায্য করে। তাই সল্টলেক শিক্ষা নিকেতন তাদের ১৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে তাদের সল্টলেক সেক্টর ৫ এ নিজস্ব অডিটোরিয়ামে তাদের বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের মাধ্যমে, স্কুল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে।
সল্টলেক শিক্ষা নিকেতনের ১৯তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন ডক্টর সুভাষ সরকার, শিক্ষা প্রতিমন্ত্রী ভারত সরকার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: শ্রী ললিত বেরিওয়ালা, শ্রী জি এস খাজাঞ্চি, শ্রী ভানওয়ারলাল জাজোদিয়া, শ্রী ভি কে গোয়াল, শ্রী আর সি সিঙ্গল, শ্রী সঞ্জয় আগরওয়াল, মিসেস নূপুর দত্ত এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.