কলকাতা প্রেসক্লাব থেকে শুভ ঘোষের নিউজঃ যন্ত্রণাহীন দন্ত চিকিৎসক । আমরা যখনই কোনো দন্ত চিকিৎসকের অদ্ভুত আতঙ্ক কাজ করে আমাদের মনের মধ্যে।মনে হয়, আমাদের উল্টোদিকে যে চিকিৎসক দাঁড়িয়ে আছেন তাঁর মাধ্যমে আমাদের শরীরে অর্থাৎ মুখোগহবরের মধ্যে যন্ত্রণাদায়ক কিছু হতে চলেছে। দন্ত চিকিৎসা আর যন্ত্রণা একে অপরের সঙ্গে ছিল বহু বছর ধরে। কিন্তু বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। যন্ত্রণাহীন দন্ত চিকিৎসার বিষয়ে আলোকপাত করলেন ডঃ মুন চট্টরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরি হসপিটাল এর সিইও মিস্টার রূপক বড়ুয়া, এপেলোগেনিক্যালসের অ্যানাস্থেসিয়া বিভাগের প্রধান ডক্টর তন্ময় দাস, ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট ও প্রসিদ্ধ গাইনোকোলজিস্ট ডক্টর প্রণব দাশগুপ্ত, এছাড়াও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উন্নত প্রযুক্তি, যন্ত্রপাতি এবং অবশ্যই উচ্চশিক্ষা দাঁতের চিকিৎসাকে যন্ত্রণাহীন করে তুলেছে। বর্তমানে এই চিকিৎসায় কোনরকম যন্ত্রণা বা অসুবিধা কোন রোগেরই হয় না আর যদিও বা সেটা কোনরকম হয়েও থাকে তাহলে সেটি ডক্টর মুন চট্টরাজ বলেন ৩বছর বি ডি এস অর্থাৎ দন্ত চিকিৎসার বিষয়ে পড়াশোনা করার পর সমবেত হয়ে কাজ করাটা খুব জরুরী। প্রতিটা ডাক্তার তাঁদের ১০০ শতাংশ দিয়ে কাজ কাজ করেন।খুব সতর্কভাবে এবং খুব যত্ন সহকারেই এর চিকিৎসা করা হয়। এনেস্থিসিয়া এবং ফোর কনসিয়াস সিডিশন এর মাধ্যমে চিকিৎসা পদ্ধতি অনেক বেশি সহজ হয়ে গেছে এবং যন্ত্রণা হীন হয়েছে। উন্নত প্রযুক্তি , হার্ড টিস্যু লেজার ব্যবহৃত হয়। কোন ড্রিল বা অজ্ঞান করা হয় না। এমনকি এপেক্স লোকেটর যা ( আমরা জানি বর্ধিত রুট ক্যানেল এবং এক্সরে এক্সরে প্রয়োজনীয়তা ) উন্নত প্রযুক্তির এবং অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা সমগ্র রুট ক্যানেল চিকিৎসাটি করা হয়। যদি মুক্ত ছড়ানো হাসি চান যদি যন্ত্রণাহীন চিকিৎসা পেতে চান,তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন চিকিৎসা কেন্দ্রে। ঠিকানা হলো- ডক্টর মুন চট্টরাজ মেন্টাল ডেন্টাল ক্লিনিক তৃতীয় তল, ৯৭এ সারদান এভিনিউ।
Shuvo Ghosh report news from Kolkata Press Club: Painless dentist. Whenever we have a strange fear of a dentist working in our mind. It seems that through the doctor who is standing opposite us, something painful is going to happen in our body, that is, in the face. Dentistry and pain were with each other for many years. But now they are separated. Dr. Moon Chattaraj highlighted the issue of painless dental treatment. Mr. Rupak Barua, CEO of Amri Hospital, Dr. Tanmoy Das, Head of Anaesthesia Department of Apellogenicals, Dr. Pranab Dasgupta, President of East Bengal Club and renowned gynecologist were also present on the occasion. Advanced technology, machinery, and of course higher education have made dental treatment painless. At present, there is no pain or difficulty in this treatment of any disease and even if it is in any way, then it is very important to work together after studying BDS i.e. dentistry for 3 years. Every doctor works with 100 per cent of them. It is treated very carefully and very carefully. With anesthesia and four concussion, the treatment process has become much easier and painless. Advanced technology, hard tissue laser is used. There are no drills or unconsciousness. Even the apex locator which (we know the increased root canal and X-ray X-ray requirements) is treated the entire root canal by advanced technology and microscopy. If you want a free smile, if you want to get painless treatment, then you can definitely contact the medical center. The address is – Dr. Moon Chattaraj Mental Dental Clinic 3rd Floor, 97A Sardan Avenue.