ভ্যানচালক, রিক্সা চালক, টোটো চালক এবং বাস চালকদের নতুন বস্ত্র তুলে দিলেন কাজী গ্রাম অঞ্চলের উপপ্রধান


মালদা: বড়দিন উপলক্ষে অভিনব উদ্যোগ। অনুষ্ঠান মঞ্চ কিংবা ঘটা করে নয়। পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে ভ্যানচালক, রিক্সা চালক, টোটো চালক এবং বাস চালকদের নতুন বস্ত্র তুলে দিলেন কাজী গ্রাম অঞ্চলের উপপ্রধান মন্টু ইসলাম। রবিবার সকাল থেকে মালদা শহরের অন্যতম ব্যস্ত আইটিআই মোড়ে পথ চলতি সকল সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সমস্ত যানবাহন চালকদের নতুন বস্ত্র তুলে দেন তিনি। তার পাশাপাশি বড়দিন উপলক্ষে নিজে হাতে কেক খাওয়ান সকলকে। এদিন প্রায় সাত শতাধিক অসহায় এবং চালকদের বস্ত্র বিতরণ করেন তিনি। বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজনীতির উর্ধ্বে মানুষত্ব এবং মানব ধর্ম। তিনি যার আদর্শে রাজনীতির ময়দানে এসেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর আদর্শকে সামনে রেখে বস্ত্র বিতরণ করেন। পথ চলতি সকল সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সমস্ত যানবাহন চালকদের এদিন নতুন বস্ত্র তুলে দেন। প্রতি বছরই বড়দিন উপলক্ষে এই উদ্যোগ নিয়ে থাকেন তিনি। তাই এবছর এই উদ্যোগ নিয়েছেন।

Malda: A novel initiative on the occasion of Christmas. It’s not the stage or the event. Montu Islam, deputy head of Kazi village area, handed over new clothes to the common people, van drivers, rickshaw drivers, toto drivers and bus drivers. On Sunday morning, he handed over new clothes to all the drivers of vehicles, starting from people of all communities on the way to one of the busiest ITI intersections in Malda city. Along with this, on the occasion of Christmas, he himself fed cake to everyone. He distributed clothes to more than 700 helpless and drivers. Speaking to reporters after distributing clothes, he said, “Humanity and human religion are above politics. He distributed clothes in front of the ideology of former state minister Krishnendu Narayan Chowdhury, on whose ideology he came to the field of politics. He handed over new clothes to all the drivers of vehicles, starting from the people of all communities on the road. He takes this initiative every year on the occasion of Christmas. That’s why i took this initiative this year.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights