করণদিঘী: মোহাম্মদ জাকারিয়া: ১৯৯৮ সালের পহেলা জানুয়ারি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস দলের পথ চলা শুরু হয়। রবিবার ১ই জানুয়ারি ২০২৩ তৃণমূল কংগ্রেসের ২৬ বছর পূর্ণ হয়। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচন হন। দ্বিতীয়বার 2016 সালে এবং তৃতীয়বার ২০২১ সালে আবার মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ২৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।
তৃণমূল কংগ্রেসের ২৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করণদিঘির বিধায়ক গৌতম পাল, জেলাবাসী তথা করণদিঘী বাসিকে ইংরেজির নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় করণদিঘী রাহুল মঞ্চের সামনে করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল সাধারণ মানুষদের হাতে কম্বল তুলে দেন। বিধায়ক গৌতম পাল জানান ডালখোলা শহর ও করণদিঘী রাহুল মঞ্চের সামনে প্রায় ২ হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। তিনি আরো জানান আগামী মঙ্গলবার থেকে প্রতিটি অঞ্চলে প্রায় দশ হাজার কম্বল বিতরণ করা হবে। এদিন উপস্থিত ছিলেন: করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র সিনহা। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুজিৎ পাল। করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্যামলাল মাহাতো সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
Karandighi: Mohammad Zakaria: On January 1, 1998, the Trinamool Congress party started its journey with the hands of the present Chief Minister Mamata Banerjee. On Sunday, January 1, 2023, the Trinamool Congress completed 26 years. In 2011, Mamata Banerjee was elected chief minister for the first time. He was appointed chief minister for the second time in 2016 and again in 2021 for the third time. The 26th foundation day was celebrated by hoisting the party flag.
On the occasion of the 26th foundation day of the Trinamool Congress, Karandighi MLA Goutam Pal greeted the people of the district and Karandighi basi on the occasion of the New Year of English. On Sunday, Karandighi Mla Gautam Pal handed over blankets to the common people in front of Karandighi Rahul Manch in association with The Trinamool Congress in Karandighi Block. Mla Goutam Pal said blankets were handed over to around 2,000 people in front of Dalkhola town and Karandighi Rahul Manch. About 10,000 blankets will be distributed in each area from Next Tuesday, he added. Present on the occasion was: Karandighi Mla Gautam Pal. Karandighi block Trinamool Congress president Subhash Chandra Sinha. District Trinamool Congress vice-president Sujit Pal. Karandighi block Trinamool Congress vice-president Shyamlal Mahato and other Trinamool Congress leaders.
On the occasion of the 26th foundation day of the Trinamool Congress, Karandighi MLA Goutam Pal greeted the people of the district and Karandighi basi on the occasion of the New Year of English. On Sunday, Karandighi Mla Gautam Pal handed over blankets to the common people in front of Karandighi Rahul Manch in association with The Trinamool Congress in Karandighi Block. Mla Goutam Pal said blankets were handed over to around 2,000 people in front of Dalkhola town and Karandighi Rahul Manch. About 10,000 blankets will be distributed in each area from Next Tuesday, he added. Present on the occasion was: Karandighi Mla Gautam Pal. Karandighi block Trinamool Congress president Subhash Chandra Sinha. District Trinamool Congress vice-president Sujit Pal. Karandighi block Trinamool Congress vice-president Shyamlal Mahato and other Trinamool Congress leaders.