করিমপুরে পুলিশের সাথে মানুষের সুসম্পর্ক বজায় রাখতে অনুষ্ঠিত হলো একটি ফুটবল টুর্নামেন্ট


বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ আজ নদীয়ার করিমপুরে পুলিশের সাথে মানুষের সুসম্পর্ক বজায় রাখতে অনুষ্ঠিত হলো একটি ফুটবল টুর্নামেন্ট করিমপুর রেগুলেটেড মার্কেটে আট। টিমের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন মহিষবাথান বিনয় বাদল দীনেশ ক্লাব এবং রানার্সআপ কাঠালিয়া কল্যাণ সংঘ , প্লেয়ার অফ দি টুর্নামেন্ট উত্তম সাহা, সেরা মিডফিল্ডার সৌরভ সরকার টিটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি পিন্টু সরকার মহাশয় সহ অফিসার বাপি ধর, সুমিত দে, শঙ্কু দাস সহ অন্যান্য অফিসারগণ। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ এবং শিক্ষক মোহন সীহি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ সুজিত কুমার সরকার মহাশয়।

Biswajit Roy’s report: Today, a football tournament was held at Karimpur in Nadia to maintain good relations with the police at Karimpur. The team’s football game was held. Champion Mahishbathan Vinay Badal Dinesh Club and runners-up Kathalia Kalyan Sangha, Player of the Tournament Uttam Saha, best midfielder Saurabh Sarkar Titu. Ic Pintu Sarkar sir along with officers Bapi Dhar, Sumit Dey, Shanku Das and other officers were present on the occasion. Also present were athletes and teacher Mohan Sihi and eminent athlete Sujit Kumar Sarkar.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights