বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জন বিশ্বাসকে ছবি করছে ব্ল্যাক মিরর ফিল্মস


ইন্দ্রজিৎ আইচঃ খেলাই তার জীবন, খেলাই তাঁর সারা জীবনের সঙ্গী সাথী। তিনি আমাদের অতি প্রিয় মিষ্টি ভাষী কাছের মানুষ অতীত দিনের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জন বিশ্বাস (চিরঞ্জীব)। ৬৫ বছর ধরে দেশ বিদেশের মাটিতে ক্রিকেট, ফুটবল, টেনিস,হকি থেকে অলিম্পিক সব রকম খেলা কভার করেছেন। নানা সময় নানা পুরস্কার পেয়েছেন। সেই নামী ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জন বিশ্বাসকে নিয়ে এক ঘন্টার একটি তথ‍্য চিত্র বানাচ্ছেন নবীন পরিচালক শুভাশিস ভট্টাচার্য। আজ স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ছবির পোষ্টার লঞ্চ হয়ে গেলো। ছবিটি প্রযোজনা করছে ব্ল্যাক মিরর ফিল্মস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক চিরঞ্জীব বিশ্বাস, ছবির পরিচালক শুভাশিস ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, আ্যথলেটিক ক্লাবের কোচ ও সচিব স্বপন রাহা, জিমনেস্টিক ক্লাবের প্রাক্তন কোচ মিনারা বেগম, কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি মৃণাল চট্টোপাধ্যায়, আলোকচিত্র শিল্পী অতনু পাল, অভিনেতা বিশ্বনাথ বসু ও আরো অনেক বিশিষ্ট মানুষ জন। এই ছবিটির নাম করণ করা হয়েছে ” সিটিয়াস-অলটিয়াস -ফটিয়াস”। এটি এক কথায় তথ‍্যচিত্র। অনুষ্ঠানে সকল অতিথিরা এক কথায় এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং অতীতের নানা খেলোয়াড় ও কোচ এবং সাংবাদিক দের নিয়ে এই ডকুমেন্টারি করার প্রস্তাব দেয়। এতে আগামী প্রজন্ম উপকৃত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights