মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, দোমোহনা গ্রিন জোন পাবলিক স্কুলের, বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার, স্কুলের নিজস্ব মাঠে। জানা যায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় মুলত ছাত্র ছাত্রীদের মাঠ মুখি করার ও ছাত্র ছাত্রীদের বিভিন্ন মেধা তুলে ধরার জন্য। স্কুলের প্রধান শিক্ষক আবদুল রাকিব বলেন শিক্ষার পাশাপাশি শিক্ষার জড়তা কাটাতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য , খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার অংশ হিসেবে কাজ করে। তিনি আরো বলেন বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি অলসতা, জনতাকে কাটানোর জন্যই মূলত এই বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুল কতৃপক্ষ আব্দুল মোতালেব বলেনঃ লেখাপড়াকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের শরীর, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এবং খেলাধুলায় আগামী দিনের যোগ্য ছাত্র গড়ে তুলতে পারে।
Mohammad Jakaria: North Dinajpur: Domohana Green Zone Public School, a well-known educational institution in Karandighi block of Uttar Dinajpur district, held its annual kriya competition on Wednesday, at the school’s own grounds. It is known that the annual sports competition is organized mainly to expose the students to the field and to highlight the various talents of the students. Abdul Raqib headmaster of the school, said that in addition to education, games and cultural programs work as part of education to make children happy to break the inertia of education. He also said that apart from education of children, this annual action competition is mainly organized to cut laziness and crowds. School owner Abdul Mottaleb said: In order to make education more beautiful, students’ body, health, mental health affects the physical health. And sports can produce future worthy students.