মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান দোমোহনা আল হাবীব একাডেমির বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা যায় এদিন ১০০ মিটার রান, ২০০ মিটার রান, মোরগ লড়াই, বেলুন ফোটানো, যেমন খুশি তেমন সাজো, সহ অন্যান্য আকর্ষণীয় খেলার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সামাউন বলেন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন মেধা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা ও তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এবং অলসতা কাটানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। দোমোহনা আল হাবিব একাডেমীর সম্পাদক বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছি, খেলাধুলা হলো শিক্ষার একটা অংশ। খেলার জনের মাধ্যমে বাচ্চাদের উদ্দীপনা তৈরি হয় এবং মনোরঞ্জন হয়।
The annual action competition of Domohana Al Habib Academy, a well-known educational institution of Karandighi block of North Dinajpur district, was held on Sunday. It is known that on this day, 100 meter run, 200 meter run, fight, balloon bursting, as desired, sajo, and other interesting games were organized. Mohammad Samaun, headmaster of the school, said that the various talents of the students are highlighted through the annual sports competition and their future is brightened. And such initiatives have been taken to cut laziness. The secretary of Domohana Al Habib Academy said, “Like every year, this year too we have organized an annual action competition, sports is a part of education. Children’s excitement is created and entertained through the play john.