করণদিঘীঃ মোহাম্মদ জাকারিয়াঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ও রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরীর উদ্যোগে জেলার প্রত্যেক বিধানসভার খেলোয়াড়দের নিয়ে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ১০ই জানুয়ারি হইতে ১২জানুয়ারি পর্যন্ত চলছে। সেই এম পি কাপ ফুটবল টুর্নামেন্টের জেলার ৭টি বিধানসভার খেলোয়াড়দের নিয়ে সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বুধবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ১৭ নং মন্ডলের মাদারগাছি হাইস্কুল ময়দানে। এদিন করণদিঘী, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ বিভিন্ন বিধানসভার খেলোয়াড়রা এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার অংশগ্রহণ করেন।
জানা জায় এই সেমিফাইনাল খেলার ফাইনাল হবে বৃহস্পতিবার করণদিঘী হাইস্কুল ময়দানে। রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন জাতিকে মজবুত হতে গেলে, খেলাধুলার মাধ্যমে শক্ত সমর্থ্য হতে হবে। এবং সেই চেষ্টা আমরা করছি। যে জেলায় যে খেলা জনপ্রিয়, সে খেলার জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য খেলোয়ার রা যাতে আগে যেতে পারে সেজন্য আমরা এরকম কার্যক্রম আয়োজন করেছি । উক্ত সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী। জেলা সভাপতি বাসুদেব সরকার। করণদিঘী বিধানসভার কনভেনার সম্পা সরকার। জেলা সম্পাদিকা সম্পা মহন্ত। ১৮ নং মন্ডল সভাপতি অপিল কুমার সিংহ। জেলা স্যোসাল মিডিয়া কো-কনভেনর দীপঙ্কর দাস, কল্যাণ কুমার সিনহা, মোহাম্মদ মহিরুদ্দিন সহ অন্যান্যরা।
At the call of Prime Minister Narendra Modi and the initiative of Raiganj Lok Sabha MP Debasree Chaudhuri, the MP Cup football tournament is going on from January 10 to January 12 with the players of every assembly in the district. The semi-final match of the MP Cup football tournament was held at Madargachi High School ground in Karandighi No. 17 Mandal of North Dinajpur district on Wednesday. On this day, players from different assembly constituencies including Karandighi, Raiganj, Kaliaganj participated in the MP Cup football tournament. It is learned that the final of this semi-final match will be held on Thursday at Karandighi High School Ground. Raiganj Lok Sabha MP Debasree Chaudhuri said that for the nation to be strong, it has to be strong through sports. And that’s what we’re trying to do. We have organized such activities so that the players can go earlier to increase the popularity of the game which is popular in the district. Raiganj Lok Sabha MP Debasree Chaudhuri was present in the semi-final match. District President Basudev Sarkar. Sampa Sarkar is the convener of Karandighi Assembly. District Editor Sampa Mahanta. No. 18 Mandal President Apile Kumar Singh. District Social Media Co-Convener Dipankar Das, Kalyan Kumar Sinha, Mohammad Mohiruddin and others.