ইন্দ্রজিৎ আইচঃ কলকাতার বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আবার নতুন করে সেজে উঠলো। ময়দানের এই ক্রীড়া সাংবাদিকদের ক্লাব বহু ঐতিহ্যের সাক্ষী। বহু খেলোয়াড় যেমন এসেছেন এখানে তেমন প্রতিদিন বিভিন্ন সাংবাদিক সম্মেলন হয়। সম্প্রতি নতুন সাজে সজ্জিত এই ক্লাবটি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এইদিন ক্লাবের মাঠে বিখ্যাত গুণী ১২ জন ক্রীড়াবিদদের সন্মান জানানো হয়। থান্ডার বোল্ড বার্ষিক পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন থান্ডার বোল্ডারের প্রধান পবন পটরিয়া, মোহন বাগানের সচিব দেবাশিস দত্ত, ক্রিকেটার মনোজ তেওয়ারী, ফুটবলার দিবেন্ধু বিশ্বাস , ক্লাব সম্পাদক অর্চিষ্মান ভাদুড়ী সহ আরো অনেক গুণীজন। সকল অতিথিরা এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
Indrajit Aich: Kolkata’s famous Sports Journalist Club has got a makeover. This sports journalists’ club in Maidan is witness to many traditions. As many players have come here, different press conferences are held every day. Former cricketer Sourav Ganguly and Sports Minister Arup Biswas inaugurated this newly decorated club by lighting a lamp. On this day, 12 famous athletes were honored on the club’s field. Thunder Boulder President Pawan Patria, Mohan Bagan Secretary Debashis Dutta, Cricketer Manoj Tewari, Footballer Dehendhu Biswas, Club Secretary Archishman Bhaduri and many other dignitaries were present at the Thunder Boulder annual prize distribution meeting. All the guests applauded this initiative.