গোপাল বিশ্বাস, নদীয়া- মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগর দুই নম্বর ব্লক ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল ময়দানে শুরু হলো শ্রমিক মেলা। এই শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির,নদীয়ার নাকাশীপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খা, সহ নদীয়া জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ অনেকে। এ দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনায় মৃত অসংগঠিত শ্রমিকদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ হাজার ( ৫০,০০০) টাকার চেক তুলে দেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। আর এই কর্মসূচী প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উজ্জল বিশ্বাস জানান রাজ্য সরকারের তরফে শ্রমিকদের জন্য প্রায় দু- কোটি টাকা বরাদ্দ করেছে, এর ফলে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকেরা উপকৃত হবেন বিভিন্ন ক্ষেত্রে, এ ছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের নামও নথিভুক্ত করার ব্যাবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের প্রতি যে রাজ্য সরকারের নজর রয়েছে তাও তিনি উল্লেখ করেন।
Gopal Biswas, Nadia – Labor fair started at Dhubulia Deshbandhu High School Maidan, Block No. 2, Krishnanagar, Nadia on Tuesday. State Minister Ujjal Biswas, President of Nadia Zilla Parishad Tarannum Sultana Mir, Trinamool MLA Kallol Kha of Nadia’s Nakashipara, along with various heads of Nadia Zilla Parishad, were present at the opening ceremony of this Sramik Mela. Nadia Zilla Parishad President Tarannum Sultana Mir handed over a check of fifty thousand (50,000) rupees from the state government to the hands of the unorganized workers who died in various accidents from the stage of the program. And in the context of this program, the state minister Ujjal Biswas said that the state government has allocated about two crore rupees for the workers, as a result of which the organized and unorganized workers will benefit in various fields, apart from this, arrangements have also been made to register the names of the workers through this program. He also pointed out that the state government is keeping an eye on migrant workers.