নন্দীগ্রামঃ বুধবার রাতে নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের দুটো মন্দির, একটা মনসা, ও একটি রাস মন্দির। মনসা মন্দির থেকে পুজোর সব সামগ্রি, ও গহনা, এবং রাস মন্দিরের প্রাণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এমনকি স্থানীর এক ব্যক্তির বাড়ি থেকে সাইকেল চুরির ঘটনাও ঘটেছে। এক রাতে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চুরির পরিমান জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। একের পর এক মন্দির ও বাড়িতে চুরির ঘটনায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Nandigram: A series of thefts took place in Birulia area of Nandigram on Wednesday night. There are two temples in the village, one mansa, and one rasa temple. All the puja items, and jewellery were stolen from the Mansa temple, and money from the pranami box of the Rasa temple. There has even been an incident of stealing a bicycle from the house of a local man. One night, one after the other, there has been a sensation in the theft. When the locals informed the police, the police rushed to the spot and started an investigation. However, no one was arrested in the incident. The extent of the theft is not known. Police have launched an investigation into the incident. One after the other, the theft of temples and houses has raised questions about the security of the administration.