বাস যাত্রীদের ওপর বাস মালিকের নির্যাতন


করিমপুরঃ নদীয়ার কৃষ্ণনগরে বাস যাত্রীদের ওপর বাস মালিকের নির্যাতনের বিষয়কে কেন্দ্র করে আজ নদীয়ার করিমপুরে বাস ধর্মঘট শুরু হয়েছে। বাস যাত্রীদের অভিযোগ তাদেরকে দূরপাল্লার বাসে চাপতে দিতে নারাজ কৃষ্ণনগরের বাস মালিকেরা। দূরপাল্লার বাসে চেপে করিমপুরে আসবার সময় কৃষ্ণনগরে তাদেরকে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় এমন অভিযোগ বাস যাত্রীদের। কৃষ্ণনগরের বাস মালি দের দাবি তাদের লোকাল বাসে চাপতে হবে। এই ঘটনা কে কেন্দ্র করে বাস-যাত্রীদের মধ্যে চাঞ্চলের সৃষ্টি হয় এবং করিমপুরে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর আজ করিমপুর বাস মালিকদের পক্ষ থেকে বাস ধর্মঘট শুরু হয় করিমপুরে। এর ফলে জনজীবন ব্যাহত হয়। বাস যাত্রী এবং বাস মালিকের অভিযোগ উঠে এলো আমাদের ক্যামেরায়।

Karimpur: A bus strike has begun at Karimpur in Nadia district over the issue of torture of bus owners on bus passengers at Krishnanagar in Nadia. Bus owners in Krishnanagar are reluctant to allow them to board long-distance buses. Bus passengers alleged that they were stopped and beaten up in Krishnanagar when they were coming to Karimpur in a long-distance bus. The bus gardeners of Krishnanagar demand that they be pressed on local buses. The incident triggered a ruckus among the bus-passengers and created an unusual situation in Karimpur. After this, the bus strike started in Karimpur on behalf of karimpur bus owners today. As a result, public life is disrupted. The complaint of the bus passenger and the bus owner came up on our camera.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights