ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে মাধ্যমিকে নদীয়ায় প্রথম ও রাজ্যের মধ্যে দশম সুকন্যা দেবনাথ


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ ২০২২-এ মাধ্যমিক পরীক্ষায় ৬৮৪ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান এবং নদীয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে নদীয়ার রানাঘাটের বাসিন্দা ব্রজবালা স্কুলের ছাত্রী সুকন্যা দেবনাথ। একমাত্র মেয়ে সুকন্যা দেবনাথ ছোট থেকেই পড়াশোনায় মেধাবী। ইঞ্জিনিয়ার হওয়া তাঁর স্বপ্ন। তাই জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থানে যাওয়া-ই একমাত্র লক্ষ্য ছিল তাঁর। তবে পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনও ধরাবাঁধা সময় তাঁর ছিল না। সুকন্যার বাবা জানান, মেয়ের পড়ার নির্দিষ্ট সময় ছিল না। তবপ নিজের প্রয়জনীয়টা সে নিজের মতো করেই করে নিত। শুরু থেকেই যেভাবে খেটেছে মেয়ে আমি আশা করেছিলাম এরকম একটা কিছুর। মেয়েকে কোন সময় পড়াশোনার জন্য কিছু বলতে হয়নি।
এবার মাধ্যমিক পরীক্ষায় নদীয়া জেলায় প্রথম স্থান অধিকার করায় স্বভাবতই খুশির হাওয়া নদীয়ার রানাঘাটের দেবনাথ পরিবারে। সুকন্যা জানায় তার এই সাফল্যের পিছনে তার পরিশ্রম ও পরিবারের সকলের সহযোগিতা রয়েছে। পাশাপাশি সে জানায় আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে এগিয়ে ইঞ্জিনিয়ারিং হবার লক্ষ্য রয়েছে। এই খবর পেয়েই সুকন্যার বাড়িতে ছুটে আসেন রানাঘাটের চেয়ারম্যান কুশলদেব ব্যানার্জি। সুপর্ণাকে ফুলের স্তবক এবং মিষ্টির প্যাকেট দিয়ে অভিনন্দন জানানো হয়। চেয়ারম্যান কুশলদেব ব্যানার্জি জানায়, রানাঘাটে এই প্রথম আমরা ওর থেকে ভালো ফল পেয়েছি। গর্ববোধ করছি আমরা রানাঘাট বাসী। তিনি আরো বলেন, ওর গর্বে আমরা রানাঘাট বাসী খুবই খুশি। রানাঘাটের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে সুকন্যাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights