ইন্দ্রজিৎ আইচঃ গত ২০মে ২০২২ শুক্রবার সুইচ অন্ ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো ইন্টারন্যাশানাল ডে অফ সাইকেল টু ওয়ার্ক। ওইদিন ছিলো বিশ্ব সাইকেল দিবস। সাইকেল আমাদের জীবনে একটা বিরাট সম্পদ। এই সাইকেল বহু মানুষের জীবন জীবিকার অঙ্গ। শহর ও গ্রামে সাইকেলের কোনো বিকল্প নেই। সেই সাইকেল নিয়ে রাজারহাটের নিউ টাউননের এলাকার বহু মহিলা নানা কাজকর্ম করেন। তারা বহু বাড়িতে কাজ করেন। যে ভাবে গাড়ি ভাড়া বেড়েছে সেই গাড়ি ভাড়া বাঁচাতে, পলিউসান ফ্রি করতে এবং সাইকেল চালানোর শরীর চর্চার অঙ্গ হিসাবে সাইকেলের কোনো বিকল্প নেই।
সুইচ অন ফাউন্ডেশন এর প্রধান গার্গী মৈত্র জানালেন আমরা আজ সাইকেল দিবস পালন করছি ১০০ জন মহিলাদের নিয়ে। রাজারহাট নিউ টাউনের অনেক ছেলেরা কেউ কেউ সাইকেল নিয়ে লোকের বাড়ি দুধ, সাইকেল, বাজার , ওষুধ ও আরো প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয় এই সাইকেল নিয়ে, পাশাপাশি এই কাজের জন্য সাইকেল বিক্রিও বেড়েছে। মহিলাদের আরো স্বনির্ভর করে তুলতে ও সাইকেলের প্রয়োজনীয়তা বাড়াতে আমাদের এই উদ্যোগ। এইদিন এই সাইকেল র্যালির অনুষ্ঠানে মহিলারা জানালেন “সাইকেল আমাদের জীবন-সাইকেল ইজ আওয়ার লাইফ। সব মিলিয়ে নিউ টাউন বিশ্ববাংলা গেটে পালিত হলো সুইচ অন ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব সাইকেল দিবস।