সুমিত ঘোষ, মালদা: ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান জেলা পুলিশ। পড়ুয়াদের একাউন্ট হ্যাক করে ট্যাপের টাকা হাতানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ বলে জানা গেছে। জানা গেছে ধৃত যুবকের নাম হাসেম আলি। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর। স্থানীয় এম এল এ মোড়ে একটি সাইবার ক্যাফে চালাত ওই যুবক। তিন বছরের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে তার কাছে। উচ্চ মাধ্যমিক পাশ ওই যুবক। বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গেছে জুলাই মাসে হাসেম আলী তার মোবাইল ফোনে বাংলা শিক্ষা পোটালে ঢোকেন। এরপরই পড়ুয়াদের একাউন্টের তথ্য বদলে দেন বলে পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে। আজ তাকে আদালতে পেশ করে সাত দিনের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার শতাধিক পড়ুয়ার পাশাপাশি মালদা জেলার গাজোল, হবিবপুর এবং হরিশ্চন্দ্রপুর এর তিনটি বিদ্যালয়ের প্রায় দেড়শ জন পড়ুয়ার ট্যাপের টাকা অন্য একাউন্টে ঢুকে যায়। ঘটনার সামনে আসতেই মালদহ জেলা শাসকের নির্দেশে শুরু হয় তদন্ত। তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে এফআই আর করে জেলা শিক্ষা দপ্তর। এরই মধ্যে গতকাল গভীর রাত্রে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মালদায় হানা দিয়ে ট্যাপ কেলেঙ্কারিতে হাসেম আলী নামে ওই যুবককে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে তার সেই মোবাইল ফোনও।
তবে যদিও হাসেম আলীর পরিবারের দাবি তাদের পরিবারের ছেলেকে ফাঁসানো হয়েছে।
বাইট-
১) ধৃত হাশেম আলীর মা।
২) ধৃত হাশেম আলীর বৌদি।