ট্যাব কেলেঙ্কারিতে এবার তদন্তে প্রশাসনিক আধিকারিকরা


[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/eklFRxxVidU” align=”center”][vc_column_text]সুমিত ঘোষ,মালদা: জেলাশাসকের নির্দেশে ট্যাব কেলেঙ্কারিতে এবার তদন্তে প্রশাসনিক আধিকারিকরা, আধিকারিকরা স্কুলে তদন্তে ঢুকতেই বাইরে স্থানীয়দের তুমুল বিক্ষোভ, বিক্ষোভের নেতৃত্ব দিলেন জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ, চাঞ্চল্য এলাকায়। ট্যাব কেলেঙ্কারিতে এবার তদন্তে প্রশাসনিক আধিকারিকরা। তদন্ত চলাকালীন স্কুলের বাইরে স্থানীয়দের তুমুল বিক্ষোভ। বিক্ষোভের নেতৃত্ব দিলেন কংগ্রেস সিপিএম জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। দীর্ঘ দেড় ঘন্টা তদন্ত চলার পর বেরিয়ে গেলেন আধিকারিকরা। তারপরে প্রধান শিক্ষক তালা বন্ধ করে বেরিয়ে গেলেন স্কুল থেকে।মালদা জেলায় ট্যাব কেলেঙ্কারি চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য-জুড়ে। ১৫০ জন ছাত্রের ট্যাবের টাকা চলে গেছে অন্য একাউন্টে। অভিযোগ উঠেছে জেলার তিনটি স্কুলের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা। ইতিমধ্যেই জেলার শিক্ষা পরিদর্শক তিনটি স্কুলের প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেছেন। তারপরে জেলাশাসকের নির্দেশে তদন্ত। এদের কনুয়া ভবানীপুর হাইস্কুলের চাঁচলের এসডিও সৌভিক মুখার্জি, তার সাথে রয়েছেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা। তদন্তে আসেন। প্রায় দেড় ঘন্টা চলে তদন্ত। তারপরে বেরিয়ে যান আধিকারিকরা। এদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ এলাকায়। স্কুলের বাইরে বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। কাঠগড়ায় দাঁড় করালেন প্রধান শিক্ষককে।

বাইট –
১) নরেন সাহা শিক্ষা কর্মাধ্যক্ষ ।
২) মানিক সাহা বিক্ষোভকারি অভিভাবক স্থানীয় বাসিন্দা।[/vc_column_text][/vc_column][/vc_row]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights