তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির কেসে দ্রুত সত্য অনুসন্ধানের দাবীতে থানায় ডেপুটেশন দিল “ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া”


সম্প্রতি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে জনৈকা ইউটিউব চ্যানেলের মহিলা সাংবাদিক শ্লীলতাহানির যে কেস করেছেন সেই বিষয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি । এরই মধ্যে তদন্তের ফল দ্রুত প্রকাশের দাবীতে বরানগর থানায় রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ডেপুটেশন জমা দিল ভারতবর্ষের “মিনিস্ট্রি অব ইনফরমেশন এবং ব্রডকাস্টিং” স্বীকৃত অন্যতম ডিজিট্যাল পোর্টাল সাংবাদিকদের সংগঠন “ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার” সদস্যরা । তাঁদের বক্তব্য সেদিন ইন্টারভিউয়ের সময় ঠিক কি ঘটেছে তার সাক্ষী শুধুমাত্র বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, ইউটিউব চ্যানেলের ওই মহিলা সাংবাদিক এবং তার ক্যামেরা পারসন । তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ । সত্য এবং নিরপেক্ষ পথে এই তদন্ত দ্রুত নিষ্পত্তি করার ক্ষমতা একমাত্র পুলিশ প্রশাসনের রয়েছে । তাই ওনারা “ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার” পক্ষ থেকে বরানগর থানায় ডেপুটেশন জমা দিলেন । থানাও ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার দাবী গুরুত্ব সহকারে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে । ফেসবুক লাইভে বক্তব্য রাখার সময় অভিযোগকারিণী আশঙ্কা প্রকাশ করেছেন যেহেতু উনি ইউটিউব চ্যানেলের সাংবাদিক অর্থাৎ কোন প্রথিতযশা চ্যানেলের সাংবাদিক নন তাই হয়তো তিনি প্রভাবশালীদের দ্বারা আক্রান্ত হবেন এবং সঠিক জাস্টিস পাবেননা । কিন্তু ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বক্তব্য তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে করা অভিযোগ যদি সত্য হয় তাহলে কোন ভীতি বা হীনমন্যতার প্রয়োজন নেই, ওনারা নির্যাতিতার পাশে থাকবেন । শুধু তাই নয় কর্মক্ষেত্রে অন্য কোন ওয়েব জার্নালিস্ট যদি আক্রান্ত হন, ওনাদের শ্রম চুরি হয় অথবা কেউ যৌণ হেনস্থার শিকার হন তাহলেও এই সংগঠন শেষ পর্যন্ত ডিজিটাল সাংবাদিকদের পাশে থাকবেন । সম্প্রতি ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা ইউটিউব পোর্টাল গুলোকে অল ইন্ডিয়া ডিজিট্যাল রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া, পোর্টালের সাংবাদিকদের আইডেন্টিটি কার্ড সরবরাহ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে খুব স্বল্প মূল্যে এবং অল্প সময়ে অত্যন্ত উন্নতমানের প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে । আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও মিটিং করে ওয়েব জার্নালিস্টসদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এবং সম্মান আদায় করার বিষয়ে বিশেষ পরিকল্পনা করেছে এই অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা । চন্দ্রচূড় বাবুর বক্তব্য সাংবাদিকতায় খুব গুরুত্বপূর্ন একটি বিষয় হলো “মিডিয়া এথিক্স” অর্থাৎ সততার সাথে সঠিক খবর পরিবেশন করা । কিন্তু পেশার তাগিদে কাজ করতে গিয়ে কোন সাংবাদিক আক্রান্ত হলে বা কোনোরকম হেনস্থার সম্মুখীন হলে রুখে দাঁড়াবে “ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া” কারণ ওই নির্যাতিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সদস্য থাকুন বা না থাকুন, ওনারা সকল সংবাদিককেই তাঁদের বৃহত্তর পরিবারের মূল্যবান সদস্য বলে মনে করেন ।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights