মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ ব্রিজ না হলে ভোট দেবে না বলে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপাখরে ১ নং ব্লকের অন্তর্গত মাধবপুরাণ ও কাশিপুরের মাঝখানে একটি ব্রিজের দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা। তারা জানান যে নদীর দুইপাশে দশটি করে মোট ২০ টি গ্রামের সম্পর্ক সাধন করছে এই হাতের তৈরি বাসের শাঁকো। তবে এই বাঁশের শাঁকো পার হতে গিয়ে ছোট বড় একাধিক দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে গ্রামের সাধারণ মানুষদের। তাই ব্রিজের দাবি তুলে ভোট বয়কট করতে বাধ্য হয়েছে? স্থানীয় গ্রামবাসীরা আরো জানান যে, নির্বাচনের আগে অনেক নেতারা আসে ব্রিজের আশ্বাস দিয়ে যান কিন্তু জীবন কেটে গেল এখনো পর্যন্ত ব্রিজ কেউ করে দেননি শুধু আশ্বাস দিয়েছেন আর ভোট নিয়েছেন কিন্তু এবার আর না । এক ছাত্র জানান যে ১২ মাসে মধ্যে ছয় মাসেই বাড়িতে বসে থাকতে হয় স্কুল পড়ুয়াদের। কারণ বর্ষাকাল শুরু হলেই এই বাসের শাঁকো দিয়ে পার হওয়া যায় না। তাই আজ বাধ্য হয়ে মহিলা পুরুষ ছাত্র-ছাত্রীরা মিলে ব্রিজের দাবিতে ভোট বয়কট করবে বলে বিক্ষোভ প্রদর্শন করলেন।
Mohammad Zakaria: North Dinajpur: Villagers protest that they will not vote if there is no bridge. On Wednesday morning, villagers boycotted the polling demanding a bridge between Madhabpuran and Kashipur under Block No. 1 in Goalpakhar in North Dinajpur district. They said that the handmade bus is connecting a total of 20 villages on both sides of the river. However, while crossing this bamboo conch, the common people of the village had to face many accidents, big and small. So have you been forced to boycott the vote by demanding a bridge? The local villagers also said that before the election, many leaders came and assured the bridge, but life has passed so far no one has made the bridge, only assured and voted but not this time. A student said that out of 12 months, school children have to sit at home for six months. Because when the rainy season starts, it is not possible to cross through this bus. Therefore, today, women and male students were forced to protest that they would boycott the vote demanding a bridge.