মঞ্চস্থ হলো চণ্ডীতলা প্রম্পটারের আয়োজনে ছোটদের হাসির নাটক” সূক্ষ্ম বিচার”


ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি নাটুকে বেদুইনের আমন্ত্রণে জনাইয়ের কল্লোল প্রাঙ্গনে চন্ডীতলা প্রম্পটারের এবছরের চলতি প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের আদ্য প্রান্ত হাসির নাটক “সূক্ষ বিচার” নাটকের পঞ্চম অভিনয় মঞ্চস্ত হলো। সূত্রধর রিতম পান শুরুর আগেই সলতে জ্বালাবার প্রদীপের মতো আগমন ঘটিয়ে দুটি চরিত্র চন্ডীচরণ ও কেবলরামের সম্বন্ধ্যে সম্যক ধারণা দিয়ে গেলে নাটকটির গতি বেড়ে যায়। নির্দেশক প্রদীপ রায় এই নাটকে প্রত্যেকের মধ্যে এমন একটি অবস্থানের সঙ্গে প্রেক্ষাপটকে তুলে ধরেছেন যা এক কথায় অপূর্ব। চন্ডীচরণ ওরফে সম্প্রীতা চক্রবর্তী ও কেবলরাম চরিত্রে সৌরিমা তপাদার দুজনের মধ্যেই অভিনয়ের বোঝাপড়া ছিল চমৎকার। কমিডি নাটকে যেটা দরকার সময় ও স্পেস। দুজনেই সেটা বজায় রাখার চেষ্টা করেছে। ফলে অভিনয়ের মাধুর্যতা বজায় থেকেছে। ছোট্ট একটা চরিত্রে সৃজা বিশ্বাস অনবদ্য। অয়ণ রায়ের আবহ নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছিল।

Indrajit Aich: Recently, at the invitation of Natuke Beduin, the fifth performance of this year’s current production of Chanditala Prompter’s play “SusshYa” was staged at the Kallol premises of Janai. The pace of the play increased when Sutradhar Ritam came like a lamp to light the salat before the start of the drink and gave a similar idea about the two characters Chandicharan and Kewalram. Director Pradip Roy presents the background in everyone in this play with a position that is wonderful in a word. Chandicharan aka Sampreeta Chakraborty and Sourima Tapadar as Kewalram had a great understanding of acting. What is needed in comedy drama is time and space. They both tried to maintain it. As a result, the sweetness of acting has been maintained. Srija Biswas in a small role is impeccable. The atmosphere of Ayan Roy brought the play to life.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights