ইন্দ্রজিৎ আইচঃ প্রতি বছরের মতন সম্প্রতি তিন দিন ধরে চড়কডাঙার নেতাজি সংঘে অনুষ্ঠিত হলো “উন্মেষ কালিকাপুর” -এর ৩২ তম নাট্য উৎসব ২০২৩। এই উৎসব চলেছিলো তিনদিন ধরে। উৎসবের উদ্বোধন করেন মহিশাদল শিল্প কৃতির নির্দেশক সুরজিৎ সিংহ, ময়না অন্য ভাবনা নাট্য দলের নির্দেশক সুকান্ত চক্রবর্তী এবং উন্মেষ কালিকাপুরের সভাপতি তুলসী ঘোষ। প্রথমদিনে মঞ্চস্থ হয় মহিসাদল শিল্পকৃতির নাটক সেই স্বপ্নপুর, ময়না অন্য ভাবনার নাটক ভৌতিক ও হুগলী ব্যান্ডেলের নান্দনিকের নাটক প্রবহমান। দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় আসানসোল পশ্চিম বর্ধমানের নাট্য সেনার নাটক সামনে এসো, কৃষ্ণনগর সিঞ্চন নদীয়ার নাটক দূরবীন। এই দিনের শেষ নাটক টি ছিলো উন্মেষ কালিকাপুর ( দক্ষিণ ২৪ পরগনার) নাটক ” ড: ওথেলো “। এই নাটকের নাট্যকার ও নির্দেশক হলেন আশিষ সরদার। এই উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় সংস্থিতি চন্দননগর হুগলির নাটক ওয়ান – নাইন – টু – ফাইভ । এরপর পরিবেশিত হয় কলকাতার রানীকুঠি জিয়ন কাঠির নাটক আত্মরতি । তৃতীয়দিনের উৎসবের শেষ নাটকটি ছিলো উন্মেষ কালিকাপুর (দক্ষিণ ২৪ পরগনার) নাটক হলো
” স্বপ্নের ছবি “। এই নাটকের নাট্যকার ও পরিচালক হলেন আশিষ সরদার। সবমিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো ৩২ তম উন্মেষ কালিকাপুরের এই নাট্য উৎসব ২০২৩।
Like every year, the 32nd Drama Festival 2023 of “Unmesh Kalikapur” was held at Netaji Sangha in Charakdanga for three days. The festival lasted for three days. The festival was inaugurated by Surjit Singha, director of Mahishadal Shilpa Kriti, Sukanta Chakraborty, director of Moyna Anya Bhavna Natya Dal and Tulsi Ghosh, president of Unmesh Kalikapur. On the first day, mahishadal art drama Sei Swapnapur, Moyna other thought drama Bhabhotik and Hooghly Bandel’s aesthetic drama were staged. On the second day, the drama of The Natya Sena of Asansol Paschim Bardhaman was staged, Aso, Krishnanagar Sinchan Nadia’s play Durbin. The last play of this day was the play “Dr. Othello” by Unmesh Kalikapur (of South 24 Parganas). The playwright and director of this play is Ashish Sardar. On the last day of the festival, the play One – Nine – Two – Five of Chandannagar Hooghly was staged. After this, the play Atmrati of Ranikuthi Zion Kathi of Kolkata was performed. The last play of the festival on the third day was unmesh Kalikapur (south 24 Parganas) play. “A picture of the dream”. The playwright and director of this play is Ashish Sardar. In all, the 32nd Unmesh Kalikapur Drama Festival 2023 was celebrated with pomp and show.