ইন্দ্রজিৎ আইচঃ গত 21 ফেব্রুয়ারি 2023 মঙ্গলবার গোবরডাঙা নাবিক নাট্যম সাড়ম্বরে পালন করলো আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রদীপ রক্ষিত মহাশয় এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। প্রথমেই দলের পক্ষ থেকে তাদের বরণ করে নেয় দলের সহ সম্পাদিকা রাখী বিশ্বাস এবং কোষাধ্যক্ষ সুপর্ণা সাধুখা। অতিথিদের ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিরা তাদের বক্তব্যে তুলে ধরেন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য , এ ছাড়াও তারা এই দিনের যে ইতিহাস তাও বর্ণনা করেন। এর পরেই শুরু হয় ভাষা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান । কবিতা আবৃত্তি র মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাধনা দাস । এর পরেই দলের শিশু কিশোর কর্মশালার শিক্ষার্থীরা কবিতা, নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে থাকে। এর পরেই পূজা ড্যান্স অ্যাকাডেমি র কচিকাঁচারা তাদের নৃত্য পরিবেশন করেন। এর পরেই অস্মিতা দত্ত, আরোহী ঘোষ, প্রীতি দত্ত তাদের নাচ ও গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন আবৃত্তিকার রুমা সাহা তিনি ভাষা দিবসের উপর একটি অসাধারণ কবিতা আবৃত্তি করেন। ভাষা দিবসের দিনে উপস্থিত ছিলেন ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার তার বক্তব্য সকলের মন ছুঁয়ে যায়। আন্ত্জাতিক মাতৃ ভাষা দিবসের দিনে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার সাহা, শ্রাবণী সাহা, আল্পনা সরকার, সুব্রত কর্মকার, অশোক বিশ্বাস। দলের আর এক সদস্য সৌরজ্যতি অধিকারী দুটি অসাধারণ গান পরিবেশন করেন। এবং দলের সভাপতি জীবন অধিকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও একটি সুন্দর গান পরিবেশন করেন। সর্বশেষ দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি অনুষ্ঠান টির সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দলের সহ সম্পাদক আবিন দত্ত।
International Mother Language Day was celebrated on Tuesday, February 21, 2023. Teachers Pradip Rakshit Mahasaya and Indranil Chattopadhyay were present as special guests on the occasion. On behalf of the party, they were received by the party’s co-secretary Rakhi Biswas and treasurer Suparna Sadhukha. The event began with the speeches of the guests. In their speech, the guests highlighted the importance and significance of this International Mother Language Day, as well as the history of this day. After this, the cultural program of Language Day began. Sadhana Das started the program by reciting poems. After this, the students of the children’s workshop of the group started taking the program forward through poetry, dance and songs. After this, the kachikachas of The Pooja Dance Academy performed their dance. After this, Asmita Dutta, Aarohi Ghosh, Preeti Dutta performed their dance and songs. Ruma Saha, a reciter, recited an extraordinary poem on The Language Day. Dhiraj Howlader, the owner of Emon Mime Center, was present on the day of Language Day. Pradip Kumar Saha, Sraboni Saha, Alpana Sarkar, Subrata Karmakar and Ashok Biswas were present on behalf of the party on the occasion of International Mother Language Day. Another member of the team, Saurjyoti Adhikari, performed two wonderful songs. And the party president Jibon Adhikari thanked everyone and performed a beautiful song. The last party secretary Anil Kumar Mukherjee announced the end of the event. The entire program was moderated by the party’s assistant secretary Abin Dutta.