মায়াপুর ইস্কন-এ ইমনের মূকাভিনয়


নিজস্ব সংবাদদাতাঃ গত ৬মার্চ ২০২৩ মায়াপুর ইস্কন এর গৌর পূর্ণিমা উৎসবে মঞ্চস্থ হল মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর অনবতম মূকাভিনয় “লেটস্ থিঙ্ক”। ধীরাজ হাওলাদার এর ভাবনা ও নির্দেশনায় ২৫জন শিল্পী মিলে পরিবেশন করলেন বর্তমান যুগের বাস্তব কিছু ঘটনাকে বিষয়বস্তু করে একটি মূকাভিনয় প্রযোজনা। মূলত যুব সমাজের অবক্ষয় এবং তা থেকে মুক্তির উপায় খোঁজ করার চেষ্টা করা হয়েছে এই মূক প্রযোজনায়। ধীরাজ বাবুর নির্দেশনার সঙ্গে ধনপতি মন্ডলের আলো এবং জয়ন্ত সাহার আবহ যোগ্য সঙ্গত দিয়েছে এই প্রযোজনায়। অভিনেতাদের মধ্যে বিষ্ণু রায়, সুখেন্দু বিশ্বাস, অনুপ মল্লিক, পূজা মন্ডল, ইন্দ্রজিৎ দত্ত বণিক, সায়ন প্রামাণিক নজর কাড়েন। উপস্থিত সকল দর্শকেরা প্রযোজনাটির ভুয়সী প্রশংসা করেন ।

On March 6, 2023, “Let’s Think” was staged at the Gour Purnima Festival of Mayapur ISKCON. Under the thought and direction of Dhiraj Howlader, 25 artists performed a film production based on some real events of the present era. Basically, this silent production has tried to find a way to get rid of the degradation of the youth and it. Dhanpati Mandal’s Alo and Jayanta Saha’s environment with the direction of Dhiraj Babu have given the right company in this production. Among the actors, Bishnu Roy, Sukhendu Biswas, Anup Mallik, Pooja Mondal, Indrajit Dutta Banik, Sayan Pramanik caught the eye. All the audience present highly appreciated the production.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights